ছন্দের জাদুকর কাকে বলে?

ছন্দের জাদুকর কাকে বলে?

ছন্দের জাদুকর হলেন একজন কবি বা লেখক যিনি ছন্দের পরিবেশে অত্যন্ত দক্ষ এবং সুন্দর কাব্য বা গদ্য রচনা করতে পারেন। ছন্দের জাদুকর কে অন্যথায় “ছন্দ কবি” বলা হয়। তিনি ছন্দের গভীর জ্ঞান, তত্ত্ব এবং সৌন্দর্য বিষয়ক অধিক জ্ঞানী হন। ছন্দ কবিরা তাঁদের রচনাগুলোতে ছন্দ এবং সুন্দর বাক্য গুলোর সংকলন করে অত্যন্ত মনোহর কাব্য বা গদ্য রচনা করে থাকেন।

সত্যেন্দ্রনাথ দত্তকে ছন্দের জাদুকর বলা হয়। সত্যেন্দ্রনাথ দত্ত (জন্ম: ফেব্রুয়ারি ১১, ১৮৮২ – মৃত্যু: জুন ২৫, ১৯২২) বিংশ শতাব্দীর প্রথমার্ধের অন্যতম শ্রেষ্ঠ জনপ্রিয় কবি ও ছড়াকার। তার কবিতায় ছন্দের কারুকাজ, শব্দ ও ভাষা যথোপযুক্ত ব্যবহারের কৃতিত্বের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর তাঁকে ছন্দের যাদুকর নামে আখ্যায়িত করেন। রবীন্দ্রযুগের খ্যাতনামা “ছন্দোরাজ” কবি।

Similar Posts