লম্ব অক্ষ উপপাদ্যটি বিবৃত কর।
কোনো সমতল পাতের তলে উপস্থিত দুটি পরস্পর লম্ব অক্ষের সাপেক্ষে ঐ পাতের জড়তার ভ্রামকদ্বয়ের সমষ্টি হবে ঐ দুই অক্ষের ছেদ বিন্দু দিয়ে এবং পাতের অভিলম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে পাতটির জড়তার ভ্রামকের সমান।
কোনো সমতল পাতের তলে উপস্থিত দুটি পরস্পর লম্ব অক্ষের সাপেক্ষে ঐ পাতের জড়তার ভ্রামকদ্বয়ের সমষ্টি হবে ঐ দুই অক্ষের ছেদ বিন্দু দিয়ে এবং পাতের অভিলম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে পাতটির জড়তার ভ্রামকের সমান।
তাড়িতচৌম্বকীয় আবেশ কাকে বলে? একটি দণ্ড চুম্বক এবং একটি কুণ্ডলীর মধ্যে যদি আপেক্ষিক গতি থাকে, তবে কুণ্ডলীর মধ্যে একটি ক্ষণস্থায়ী তড়িচ্চালক বলের উদ্ভব ঘটে এবং কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ পাওয়া যায়, এই ক্রিয়াকে তাড়িতচৌম্বকীয় আবেশ বলে। পরিবর্তনশীল চৌম্বক ফ্লাক্স তথা ক্ষেত্র দ্বারা কুণ্ডলীতে তড়িচ্চালক বল তথা তড়িৎ প্রবাহের উৎপত্তির ঘটনাকে তাড়িত চৌম্বকীয় আবেশ বলা হয়।
প্রাসের গতি দ্বি-মাত্রিক হলেও একমাত্রিক হতে পারে প্রাসের গতি দ্বি-মাত্রিক হলেও একমা্ত্রিক হতে পারে। প্রাসের ক্ষেত্রে প্রত্যেক বিন্দুতে বেগের অনুভূমিক ও উলম্ব উপাংশ থাকে। তবে প্রাসের সর্বোচ্চ বিন্দুতে বেগের কোনো উলম্ব উপাংশ থাকে না শুধু মাত্র অনুভূমিক উপাংশ থাকে। সেক্ষেত্রে প্রাস একমাত্রিক হয়।
যোজন ব্যান্ড কাকে বলে? পরমাণুর যোজন ইলেকট্রনগুলো যে শক্তির পাল্লার মধ্যে অবস্থান করে তাকে যোজন ব্যান্ড বলে। পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষপথে অবস্থিত ইলেকট্রনকে যোজন ইলেকট্রন বলে। কঠিন বস্তুতে পরমাণুর যোজন ইলেকট্রনগুলোর শক্তির পাল্টা বা ব্যান্ডকে যোজন ব্যান্ড বলে। একটি সাধারণ পরমাণুর দূরতম কক্ষপথের যোজন ব্যান্ডের ইলেকট্রনের শক্তি সবচেয়ে বেশি, কিন্তু এদের বন্ধনশক্তি সবচেয়ে কম। যোজন…
বৃত্তাকার পথে গতিশীল কোনো বস্তুর ত্বরণ কেমন হয়? বৃত্তাকার পথে গতিশীল বস্তুর বেগের দিক সর্বদা পরিবর্তিত হয়। তাই সমদ্রুতিতে বৃত্তপথে ঘূর্ণনশীল বস্তুরও সর্বদা ত্বরণ থাকে। এই ত্বরণ বৃত্তের কেন্দ্র বরাবর ক্রিয়া করে বিধায় একে কেন্দ্রমুখী ত্বরণ বলে।আবার, বৃত্তপথে অসম দ্রুতিতে চলমান বস্তুর বেগের মানও পরিবর্তিত হতে পারে যাকে কৌণিক ত্বরণ বলে। একক সময়ে বৃত্তপথে ঘূর্ণনশীল…
সুবেদী থার্মোমিটার কাকে বলে? যে থার্মোমিটারের সাহায্যে সামান্য তাপমাত্রার পার্থক্য অতিশয় সূক্ষ্মভাবে পরিমাপ করা যায় তাকে সুবেদী থার্মোমিটার বলে।
রোধের উষ্ণতা সহগ কাকে বলে? 0°C তাপমাত্রায় একক রোধের কোনো পরিবাহীর তাপমাত্রা 1K বাড়ালে এর রোধ যে পরিমাণ বৃদ্ধি পায় তাকে রোধের উষ্ণতা সহগ বলে।