শক্তি কাকে বলে? শক্তির প্রকারভেদ

শক্তি কাকে বলে?

কোনো সিস্টেমের (উৎস, বস্তু বা ব্যক্তি) কাজ করার সামর্থ্যকে শক্তি বলে।

যার কাজ করার সামর্থ্য যত বেশি তার শক্তিও তত বেশি। কাজের বিনিময়ে যেমন শক্তি পাওয়া যায়, তেমনি শক্তির বিনিময়েও কাজ সম্পাদিত হয়। সম্পাদিত কাজের পরিমাণ দ্বারা শক্তি পরিমাপ করা হয়।

শক্তির এককঃ শক্তির একক জুল (Joule)।

শক্তির মাত্রাঃ শক্তির মাত্রা ML2T-2

শক্তির প্রকারভেদ

শক্তিকে মোটামুটিভাবে নিম্নরূপে দেখা যায় –

১) যান্ত্রিক শক্তি

২) তাপ শক্তি

৩) শব্দ শক্তি

৪) আলোক শক্তি

৫) চুম্বক শক্তি

৬) বিদ্যুৎ শক্তি

৭) রাসায়নিক শক্তি

৮) পারমাণবিক শক্তি

৯) সৌর শক্তি।

Similar Posts