যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতি
যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতি (Principle of conservation of Machanical Energy)
ঘর্ষণ বা অন্য কোনো অপচয়ী বলের ক্রিয়ায় যদি কোনো শক্তির অপচয় না ঘটে তবে কোনো বস্তুর স্থিতিশক্তি ও গতিশক্তির যোগফল সর্বদা ধ্রুব থাকে, অর্থাৎ বস্তুটির মোট যান্ত্রিক শক্তি ধ্রুব থাকে – একেই যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতি বলে।
যান্ত্রিক শক্তি কাকে বলে?
কোনো বস্তুর স্থিতিশক্তি ও গতিশক্তির যোগফলকে তার মোট যান্ত্রিক শক্তি বলে।