প্রান্তিক বেগ কাকে বলে?
প্রান্তিক বেগ কাকে বলে?
কোনো সান্দ্র প্রবাহী দিয়ে যদি কোনো গোলক অভিকর্ষের প্রভাবে পতিত হয় তাহলে আদিতে অভিকর্ষজ ত্বরণের জন্য এর বেগ বৃদ্ধি পেতে থাকে কিন্তু যুগপৎভাবে এর উপর বাধাদানকারী সান্দ্র বল F বৃদ্ধি পায়। ফলে বস্তুটির নীট ত্বরণ কমতে থাকে এবং এক সময় নিট ত্বরণ শূন্য হয়। বস্তুটি তখন যে দ্রুব বেগ নিয়ে পতিত হতে থাকে তাকে প্রান্তিক বেগ বলে।