শিশিরাংক কি?
শিশিরাংক কি?
যে তাপমাত্রায় বায়ুমণ্ডলের কোন নির্দিষ্ট আয়তনের বায়ু এর মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়, সে তাপমাত্রা হলো শিশিরাঙ্ক।
যে তাপমাত্রায় বায়ুমণ্ডলের কোন নির্দিষ্ট আয়তনের বায়ু এর মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়, সে তাপমাত্রা হলো শিশিরাঙ্ক।
তড়িতের প্রকারভেদ তড়িৎ দুই প্রকার। যথাঃ ১। স্থির তড়িৎ এবং ২। চল তড়িৎ স্থির তড়িৎঃ তড়িৎ যখন কোন বস্তুতে আবদ্ধ থাকে এবং প্রবাহিত তয় না তখন একে স্থির তড়িৎ বলে। চল তড়িৎঃ তড়িৎ যখন কোন বস্তুর মধ্য দিয়ে চলাচল করে বা প্রবাহিত হয় তখন একে চল তড়িৎ বলে।
ডাই কাকে বলে? এনজিওগ্রাম করার সময় চিকিৎসক দেহে একটি সরু ও নমনীয় নলের মধ্য দিয়ে যে তরল পদার্থ প্রবেশ করান, সেই তরল পদার্থটিকে ডাই বলে।
মহাকর্ষ বল কাকে বলে? মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণার মধ্যবর্তী আকর্ষণ বলকে মহাকর্ষ বল বলে। যেকোনো ভরের বস্তুদ্বয় একে অপরকে যে বলে আকর্ষণ করে তা হলো মহাকর্ষ। প্রকৃতির চারটি মৌলিক বলের একটি হলো মহাকর্ষ বল। স্যার আইজাক নিউটন ১৬৮৭ খ্রিস্টাব্দে তার ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা গ্রন্থে এ বিষয়ে ধারণা প্রদান করেন। বিজ্ঞানী নিউটন সর্বপ্রথম মহাকর্ষ বলের গাণিতিক ব্যাখ্যা…
আধান কাকে বলে? মৌলিক পদার্থের মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্মকে আধান বলে।
স্টোকস এর সূত্র বিজ্ঞানী স্টেকস দেখান যে, η সান্দ্রতা গুণাঙ্কের কোনো তরলের (প্রবাহীর) ভেতর দিয়ে পড়ার সময় r ব্যাসার্ধের কোনো ক্ষুদ্রাকার গোলক v প্রান্তিক বেগ প্রাপ্ত হলে বস্তুর উপর সান্দ্রতাজনিত ঊর্ধ্বমুখী বল F ক্রিয়া করে। এই বল গোলকের ব্যাসার্ধের সমানুপাতিক, প্রান্তিকবেগের সমানুপাতিক এবং সান্দ্রতা গুণাঙ্কের সমানুপাতিক। এই সূত্রটিকে স্টোকসের সূত্র বলে। সীমাবদ্ধতাঃ স্টোকসের সূত্র শুধু অসীম বিস্তৃতির…
চার্জের তল ঘনত্ব কি? কোনো চার্জিত পরিবাহীর পৃষ্ঠে কোনো বিন্দুর চারদিকে প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ চার্জ থাকে তাকে ঐ বিন্দুর চার্জের তল ঘনত্ব বলে। একে চার্জের তলমাত্রিক ঘনত্ব বা আধান ঘনত্বও বলা হয়।