তথ্য প্রযুক্তি

ট্রি টপোলজি কাকে বলে? ট্রি টপোলজির সুবিধা ও অসুবিধা

1 min read

ট্রি টপোলজি কাকে বলে?

যে টপোলজিতে কম্পিউটারগুলো শাখা-প্রশাখা বিশিষ্ট নেটওয়ার্কে বিন্যস্ত থাকে তাকে ট্রি টপোলজি বলে। একাধিক হাব ব্যবহার করে কম্পিউটারগুলোকে একটি বিশেষ স্থান সংযুক্ত করা যাকে রুট বা সার্ভার কম্পিউটার বলে।

ট্রি টপোলজির সুবিধা

  • এ টপোলজিতে শাখা-প্রশাখার মাধ্যমে নেটওয়ার্কে সম্প্রসারণ সুবিধাজনক।
  • নতুন কোনো নোড যুক্ত করা বা বাদ দেওয়া সহজ।
  • অফিস ব্যবস্থাপনার জন্য এ নেটওয়ার্ক বেশি উপযোগী।

 

ট্রি টপোলজির অসুবিধা

  • মূল কম্পিউটার নষ্ট হলে সম্পূর্ণ নেটওয়ার্ক অচল হয়ে যায়।
  • নেটওয়ার্কের গঠন প্রকৃতি অপক্ষোকৃত জটিল এবং বাস্তবায়ন ব্যয়ও তুলনামূলক বেশি।
Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

x