ব্যুরেট এর সরু নির্গম নলে বাতাস ঢুকলে কী করবে?
ব্যুরেট এর সরু নির্গম নলে বাতাস ঢুকলে কী করবে?
ব্যুরেট এর সরু নলে বাতাসের বুদ বুদ প্রবেশ করলে ভুলেও তা নিয়ে টাইট্রেশন শুরু করা যাবে না। বরং গ্লাস স্টপারকে ধীরে ধীরে ঘুরিয়ে নিয়ে ব্যুরেট এর দ্রবণ নির্গমন নল দ্বারা অল্প পরিমাণ করে সিংকে ফেলে দিতে হবে। অতঃপর নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে নিশ্চিত হতে হবে যে স্টপার এর নিচে সরু নলটির ভেতর নিরেট দ্রবণ আছে কি-না।