আইক্যাপ কী?
আইক্যাপ কী?
‘আইক্যাপ’ এক ধরনের বিশেষ ল্যাবরেটরি নিরাপত্তা সামগ্রী যাতে পাতিত পানি ভরে চোখের উপরের ও নিচের পর্দা একটু সরিয়ে চোখে পড়িয়ে দেয়া হয়, যাতে করে চোখে লেগে যাওয়া রাসায়নিক দ্রব্যের ক্ষতিকর প্রভাব হতে চোখকে বাঁচানো যায়।
‘আইক্যাপ’ এক ধরনের বিশেষ ল্যাবরেটরি নিরাপত্তা সামগ্রী যাতে পাতিত পানি ভরে চোখের উপরের ও নিচের পর্দা একটু সরিয়ে চোখে পড়িয়ে দেয়া হয়, যাতে করে চোখে লেগে যাওয়া রাসায়নিক দ্রব্যের ক্ষতিকর প্রভাব হতে চোখকে বাঁচানো যায়।
কী ধরনের রাসায়নিক পদার্থ গ্লাস সামগ্রীতে নেয়া যাবে না? কিছু কিছু রাসায়নিক দ্রব্য কখনোই গ্লাসসামগ্রীতে স্পর্শ করা যাবে না, যারা পাইরেক্স জাতীয় কাচসামগ্রীর সাথে বিক্রিয়া সংঘটিত করে। এরূপ কিছু রাসায়নিক পদার্থ হলো – ১) হাইড্রোফ্লুরিক এসিড (HF) ২) উষ্ণ ফসফরিক এসিড (H3PO4) ৩) উষ্ণ শক্তিশালী ক্ষার (NaOH)
অ্যানায়ন কাকে বলে? ঋণাত্মক আধান যুক্ত পরমাণুকে অ্যানায়ন বলে। যেমন – ক্লোরিন আয়ন (Cl–) হলো একটি অ্যানায়ন। যখন কোনো পরমাণু এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে তখন এটি স্বাভাবিকভাবে চার্জ আয়ন হয়ে যায় যা অ্যানায়ন হিসাবে পরিচিত।
গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস কি ঘোষণা করেন? প্রাচীনকালে দার্শনিকরা পদার্থের গঠন নিয়ে অনেক চিন্তা-ভাবনা করেন। খ্রিস্টপূর্ব 380 অব্দের দিকে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস ঘোষণা করেন যে, প্রত্যেক পদার্থকে ভাঙতে থাকলে শেষ পর্যন্ত এমন এক ক্ষুদ্র কণা পাওয়া যাবে যাকে আর ভাঙা যাবে না। তিনি এর নাম দেন অ্যাটম (Atom) অর্থ indivisible বা অবিভাজ্য)।
নিরাপদ পানি কাকে বলে? যে পানিতে ময়লা, আবর্জনা, রোগজীবাণু ও কোনো ক্ষতিকর পদার্থ থাকে না তাকে নিরাপদ পানি বলে। বোতলে প্রক্রিয়াজাত করা পানি, ফুটানো পানি, ফিল্টার করা পানি এবং নলকূপের পানি মানুষের ব্যবহারের জন্য নিরাপদ। পানি নিরাপদ বিশ্ব ছাড়া স্থায়ী উন্নয়ন সম্ভব নয়। মানুষের অস্তিত্ব টিকিয়ে রাখা এবং মানব সভ্যতার উন্নয়নের জন্য পানির প্রয়োজনীয়তা উপলব্ধি…
সেমি মাইক্রো ও মাইক্রো পদ্ধতি আধুনিক জীবনে ল্যাবরেটরিতে প্রয়োজন কেন? রাসায়নিক বিশ্লেষণে সেমি মাইক্রো ও মাইক্রো অ্যানাইটিক্যাল পদ্ধতি ব্যবহার করে বিভিন্ন গ্রুপের অম্লীয় ও ক্ষারীয় মূলক আলাদা করতে পারা যায়। অজৈব লবণের গুণগত বিশ্লেষণে নমুনার বিভিন্ন পরিমাণ ব্যবহার করা যায়। বর্তমানে সেমি মাইক্রো ও মাইক্রো অ্যানালাইসিসি পদ্ধতি ব্যবহার করে যথাক্রমে প্রতিটি পরীক্ষার প্রায় 0.1 গ্রাম…
ট্রাইট্রেশন কাকে বলে? কোনো নির্দেশক ব্যবহার করে একটি জানা ঘনমাত্রার দ্রবণেল সাহায্যে অপর একটি অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের প্রক্রিয়াকে টাইট্রেশন বলে। অজ্ঞাত ঘনমাত্রার কোনো পরীক্ষাধীন দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের উদ্দেশ্যে উক্ত দ্রবণের কত আয়তনের সাথে কোনো প্রয়োজনীয় বিকারকের প্রমাণ দ্রবণের কত আয়তন সম্পূর্ণভাবে বিক্রিয়া করতে পারে তা উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে নির্ণয় করার পরীক্ষা পদ্ধতিকে টাইট্রেশন (Titration)…