অবিচ্ছিন্ন চলক কাকে বলে? অবিচ্ছিন্ন চলকের বৈশিষ্ট্য
অবিচ্ছিন্ন চলক কাকে বলে?
যে চলক কোন পরিসরের মধ্যে বা কোন মান নিতে পারে তাকে অবিচ্ছিন্ন চলক বলে। যেমন, মানুষের উচ্চতা, কোন শস্যের উৎপাদন ইত্যাদি মানগুলো যা কোন পরিসরের ভিতর অবস্থান করে এবং ভগ্নাংশ আকারে থাকে। তাই এ চলককে অবিচ্ছিন্ন চলক বলে। যেমনঃ ওজন, বয়স, উচ্চতা ইত্যাদি।
অবিচ্ছিন্ন চলকের বৈশিষ্ট্য
১) অবিচ্ছিন্ন চলক যেমনঃ মানুষের উচ্চতা, কোন শস্যের উৎপাদন ইত্যাদি।
২) অবিচ্ছিন্ন চলকের মান সাধারণত ভগ্নাংশ হয়।
৩) অবিচ্ছিন্ন চলকের মানগুলো গণনা করা যায় না তবে পরিমাপ করা যায়।
৪) অবিচ্ছিন্ন চলককে নির্দিষ্ট সীমা মান দ্বারা প্রকাশ করা যায়।
৫) অবিচ্ছিন্ন চলকের মানগুলো একটিকে অন্যটির সাথে পৃথক করা যায় না।
৬) অবিচ্ছিন্ন চলককে শুধুমাত্র বহির্ভুক্তি নিবেশনে বিন্যস্ত করা যায়।
৭) অবিচ্ছিন্ন চলকের মান সর্বদাই অসীম হয়।