মাথাপিছু আয় কাকে বলে?
মাথাপিছু আয় কাকে বলে?
মোট জাতীয় আয়কে দেশের মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে মোট মাথাপিছু আয় পাওয়া যায়। তবে জাতীয় আয় যেহেতু মোট দ্রব্য ও সেবা উৎপাদনের বাজার মূল্য, তাই বাজারে মূল্য সূচকে যে পার্থক্য ঘটে তা জাতীয় আয় হিসাবকে প্রভাবিত করে।
মনেকরি, বাজারে ২০০৬-২০০৭ অর্থ বছরের মূল্যস্তরকে ভিত্তি বছর ধরা হয়েছে। তা হলে ২০১১ – ২০১২ তে মূল্য সূচকে কোনো পার্থক্য ঘটলে ভিত্তি বছরের হিসাবে বিবেচনা না করলে প্রকৃত মাথাপিছু আয় বাড়লো কী কমলো তা হিসাবে করা যাবে না। তাই মূল্য সূচককে হিসাবে নিয়ে প্রকৃত জাতীয় আয় বের করা হয়। অতঃপর মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে প্রকৃত মাথাপিছু আয় সম্পর্কে জানা যায়।