অকার্যকর ভেক্টর কি?
অকার্যকর ভেক্টর কি?
কোনো ভেক্টর ও তার বিপরীত ভেক্টরের যোগফল একটি অকার্যকর ভেক্টর।
কোনো ভেক্টর ও তার বিপরীত ভেক্টরের যোগফল একটি অকার্যকর ভেক্টর।
রেডিও থেরাপি কি? রেডিও থেরাপি হচ্ছে কোনো রোগের চিকিৎসায় তেজস্ক্রিয় বিকিরণের ব্যবহার।
নিউটনের গতির ১ম সূত্র থেকে কিভাবে জড়তার ধারণা পাওয়া যায়? নিউটনের প্রথম সূত্র অনুসারে প্রত্যেক বস্তুই যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চায় অর্থাৎ বস্তু স্থির থাকলে স্থির থাকতে চায় আর গতিশীল থাকলে গতিশীল থাকতে চায়। নিউটনের প্রথম সূত্র থেকে দেখা যায়, বস্তুর এ স্থিতিশীল ও গতিশীল অবস্থার পরিবর্তন ঘটাতে হলে বল প্রয়োগ করতে হবে।…
অপ্রত্যাগামী প্রক্রিয়া কি? যে প্রক্রিয়া সম্মুখগামী হওয়ার পর বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে না তাকে অপ্রত্যাগামী প্রক্রিয়া বলে।
পয়েজ কাকে বলে? এক বর্গ সে.মি ক্ষেত্রফলবিশিষ্ট দুটি প্রবাহী স্তর পরস্পর হতে যদি এক সে.মি. দূরত্বে অবস্থান করে এবং এদের মধ্যে এক সে.মি./সে. আপেক্ষিক বেগ বজায় রাখতে যদি এক ডাইন (dyne) বল প্রয়োজন হয়, তবে ঐ প্রবাহীর সান্দ্রতা গুণাঙ্ক হবে এক পয়েজ।
ভরবেগের সংরক্ষণ সূত্র কি? যখন কোনো ব্যবস্থার উপর প্রযুক্ত নিট বাহ্যিকবল শূন্য হয়, তখন ব্যবস্থাটির মোট ভরবেগ সংরক্ষিত থাকে।
ফটো ইলেকট্রন কাকে বলে? কোনো কোনো ধাতুপৃষ্ঠে উচ্চ কম্পাঙ্কের তড়িচ্চুম্বকীয় বিকিরণ আপতিত হলে এর পৃষ্ঠ হতে যে ইলেকট্রন নিঃসৃত হয় তাকে ফটো ইলেকট্রন বলে।