বুন্দক হাতে গুলি ছুঁড়লে বন্দুক ও গলি কোনটির গতিশক্তি বেশি হবে
বুন্দক হাতে গুলি ছুঁড়লে বন্দুক ও গলি কোনটির গতিশক্তি বেশি হবে
বন্দুক হতে গুলি ছুঁড়লে বন্দুক অপেক্ষা গুলির গতিশক্তি বেশি হবে। কোনো গতিশীল বস্তুকে থামাতে গেলে বাইরে থেকে বল প্রয়োগ করতে হয়। বস্তুটি থেমে যাওয়ার আগ পর্যন্ত প্রযুক্ত বলের বিরুদ্ধে যে কাজ করে তার পরিমাণই হলো বস্তুটির গতিশক্তি। বন্দুক হতে গুলি ছুঁড়লে বন্দুকের নল দিয়ে গুলি সজোরে বের হয় তার গতির কারণে যথেষ্ট শক্তি অর্জন করে এবং লক্ষ্যস্থলে আঘাত করে তার ভিতরে প্রবেশ করে। অপরদিকে গুলি বের হওয়ার সময় বন্দুক পশ্চাৎ বেগের কারণে বুকে বা কাঁধে ধাক্কা লেগে থেমে যায়।