সুষম বৃত্তাকার গতি কাকে বলে? সুষম বৃত্তাকার গতির বৈশিষ্ট্য

সুষম বৃত্তাকার গতি কাকে বলে?

কোনো বস্তু বা কণা যদি কোনো বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে বৃত্তাকার পথে অর্থাৎ বৃত্তের পরিধি বরাবর সমদ্রুতিতে গতিশীল হয় তখন ঐ বস্তুর গতিকে সুষম বৃত্তাকার গতি বলে।

উদারহণঃ বৈদ্যুতিক পাখা চালাবার কিছুক্ষণ পর যখন সমান সময়ে সমান সংখ্যক ঘূর্ণন দিতে থাকে তখন এর গতি সুষম বৃত্তাকার গতি। আবার, ঘড়ির কাঁটার গতিও সুষম বৃত্তাকার গতি।

 

সুষম বৃত্তাকার গতির বৈশিষ্ট্য

১) সুষম বৃত্তাকার গতিতে গতিশীল বস্তুর ত্বরণ থাকে। কারণ বেগের দিক পরিবর্তন হয় অনবরত।

২) বেগের মানের অর্থাৎ দ্রুতির পরিবর্তন হয় না।

৩) বেগের দিকের পরিবর্তন হয় অনবরত।

৪) বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তুর পরিধির উপর যেকোনো বিন্দুতে বেগ ঐ বিন্দুতে অঙ্কিত বৃত্তের স্পর্শক বরাবর।

৫) ত্বরণের দিক বৃত্তাকার পথের ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে ক্রিয়া করে।