ব্যাংকের তারল্য নীতি কাকে বলে?
ব্যাংকের তারল্য নীতি কাকে বলে?
তারল্য বলতে চাইবামাত্র নগদ অর্থ পরিশোধের ক্ষমতা বা সম্পদের নগদ অর্থে রূপান্তরকে বোঝায়। ব্যাংক ব্যবসায়ে তারল্য সংরক্ষণ করাকে ব্যাংকের তারল্য নীতি বলে।
তারল্য বলতে চাইবামাত্র নগদ অর্থ পরিশোধের ক্ষমতা বা সম্পদের নগদ অর্থে রূপান্তরকে বোঝায়। ব্যাংক ব্যবসায়ে তারল্য সংরক্ষণ করাকে ব্যাংকের তারল্য নীতি বলে।
ই-ব্যাংকিং কাকে বলে? ব্যাংকিং সেবা সুবিধা প্রদানের আধুনিক কৌশল উন্নততর ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহার করে অতি দ্রুত, নির্ভুল ও বিস্তৃত কার্য পরিচালনায় সক্ষম ব্যাংক ব্যবস্থাকেই ই-ব্যাংকিং বলে। ATM, ডেবিটকার্ড, ক্রেডিট কার্ড, অনলাইন ব্যাংকিং, POS, SCH, CHEPS ইত্যাদি সুবিধাগুলো ই-ব্যাংকিং এর মাধ্যমে পাওয়া যায়।
বিশেষায়িত ব্যাক কাকে বলে? যে ব্যাংক গ্রাহকদের প্রয়োজন ও অর্থনীতির বিশেষ কোনো দিক নিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে, তাকে বিশেষায়িত ব্যাক বলে। যেমনঃ বাংলাদেশ কৃষি ব্যাংক, কৃষির উন্নয়নের জন্য বিশেষভাবে প্রতিষ্ঠিত একটি বিশেষায়িত ব্যাংক।
ব্যাংক গ্রাহকদের প্রতিনিধি – ব্যাখ্যা কর। ব্যাংক তার গ্রাহকদের পক্ষ হয়ে তৃতীয় পক্ষের সঙ্গে আলোচনা করে, গ্রাহকদের অছি হিসেবে কাজ করে, গ্রাহকদের অর্থ সংগ্রহ ও সংরক্ষণ ইত্যাদি প্রতিনিধিত্বমূলক কাজ করে। প্রকৃতপক্ষে, প্রতিটি বাণিজ্যিক ব্যাংক তার গ্রাহকদের জন্য নানা প্রকার হিসাব এবং তৎসংলগ্ন সেবাগুলো নিয়ে হাজির হয়। যেমনঃ গ্রাহকদের অর্থ সংরক্ষণ চেকের অর্থ সংহগ্রহকরণ, প্রত্যয়পত্র ইস্যুকরণ,…
গ্রুপ ব্যাংক কাকে বলে? যে ব্যাংক ব্যবস্থায় কোনো একটি আর্থিক প্রতিষ্ঠান একই ধরনের কতকগুলো ছোট ব্যাংক গঠন করে বা একাধিক ব্যাংকের অধিকাংশ শেয়ার ক্রয়ের মাধ্যমে তাদের নিয়ন্ত্রণভার গ্রহণ করে সমন্বিত ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে তাকে গ্রুপ ব্যাংক বলে।
আধুনিক ব্যাংক ব্যবস্থার পূর্বসূরী কারা? আধুনিক ব্যাংক ব্যবস্থার পূর্বসূরী হলো স্বর্ণকার, ব্যবসায়ী মহাজন। ব্যাংক ব্যবস্থার উন্নয়নে স্বর্ণকারগণ ব্যাপক অবদান রাখে। অর্থ উত্তোলনের জন্য তারাই প্রচলন করেছিল উত্তোলন চিঠি। ব্যবসায়ীগণ বিভিন্ন ব্যাংক দলিলের প্রচলন করে। মহাজন, অর্থ সংগ্রহ, সংরক্ষণ ও ঋণদানের মাধ্যমে ব্যাংক ব্যবসায়ে ব্যাপক অবদান রেখেছিল।
মার্চেন্ট ব্যাংক কাকে বলে? বিনিময় ব্যাংকিং ও বিনিয়োগ ব্যাংকিং এর সংমিশ্রণে গড়ে ওঠা ব্যাংককেই মার্চেন্ট ব্যাংক বলে। বৈদেশিক বাণিজ্যে এসব ব্যাংক গ্রাহকদের পক্ষে প্রত্যয়পত্র ইস্যু, রপ্তানিকারক কর্তৃক উত্থাপিত বিলে স্বীকৃতি দান ও বিলের অর্থ পরিশোধ করে। মার্চেন্ট ব্যাংক দীর্ঘমেয়াদে ঋণ দেয়, যৌথ উদ্যোগে অর্থ বিনিয়োগ করে এবং অবলেখকের দায়িত্ব পালন করে থাকে।