তরঙ্গের অষ্টক কাকে বলে?
তরঙ্গের অষ্টক কাকে বলে?
উপসূরের কম্পাঙ্ক মূল সুরের দ্বিগুণ হলে তাকে অষ্টক বলে।
তরঙ্গের অষ্টক কাকে বলে?
উপসূরের কম্পাঙ্ক মূল সুরের দ্বিগুণ হলে তাকে অষ্টক বলে।
গতি জড়তা কাকে বলে? গতিবেগের দরুণ কোনো বস্তু যে জড়তা অর্জন করে তাকে গতি জড়তা বলে। অর্থাৎ নির্দিষ্ট গতিবেগে চলমান কোনো বস্তুর গতিবেগের পরিবর্তন ঘটাতে না চাওয়ার ধর্মকে গতি জড়তা বলে। গতি জড়তা বস্তুর ভরবেগের ওপর নির্ভর করে। গতি জড়তার দরুণ চলন্ত বাস হঠাৎ থামলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়েন।
দৈর্ঘ্য প্রসারণ সহগ কাকে বলে? 1 m দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের দণ্ডের তাপমাত্রা 1 K বৃদ্ধির ফলে যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পায় তাকে ঐ দণ্ডের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ সহগ বলে।
হুকের সূত্র স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক।
সোন কাকে বলে? শব্দ প্রাবল্যের আরও একটি একক হলো সোন। শ্রোতার শ্রাব্যতার সীমার 40 dB ঊর্ধ্বে 1000 Hz কম্পাঙ্কের একটি বিশুদ্ধ সুর যে প্রাবল্য সৃষ্টি করে তাকে সোন বলে।
যোজন ব্যান্ড কাকে বলে? পরমাণুর যোজন ইলেকট্রনগুলো যে শক্তির পাল্লার মধ্যে অবস্থান করে তাকে যোজন ব্যান্ড বলে। পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষপথে অবস্থিত ইলেকট্রনকে যোজন ইলেকট্রন বলে। কঠিন বস্তুতে পরমাণুর যোজন ইলেকট্রনগুলোর শক্তির পাল্টা বা ব্যান্ডকে যোজন ব্যান্ড বলে। একটি সাধারণ পরমাণুর দূরতম কক্ষপথের যোজন ব্যান্ডের ইলেকট্রনের শক্তি সবচেয়ে বেশি, কিন্তু এদের বন্ধনশক্তি সবচেয়ে কম। যোজন…
উন্মুক্ত সিস্টেম কাকে বলে? যে সিস্টেম পরিবেশের সাথে ভর ও শক্তি উভয়ই বিনিময় করতে পারে তাকে উন্মুক্ত সিস্টেম বলে। উদাহরণঃ ইঞ্জিন হচ্ছে উন্মুক্ত সিস্টেমের একটি বাস্তব উদাহরণ। ইঞ্জিনে আমরা জ্বালানি সরবরাহ করি এবং ইঞ্জিন ক্ষমতা প্রদর্শন করে। এক্ষেত্রে ভর ও শক্তির বিনিময় ঘটে। ইঞ্জিন থেকে একই সাথে তাপও নির্গত হয়, যা পারিপার্শ্বিকের সাথে মিশে যায়।…