প্রধানত বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে সূর্য হতে শক্তি আগত হয়। আবহাওয়া ও জলবায়ু বায়ুমণ্ডলের বিভিন্ন অবস্থার মধ্যে অন্যতম। আবহাওয়া ওজলবায়ু পৃথিবীতে উদ্ভিদ ও প্রাণিজগতের উৎপত্তি ও ক্রমবিকাশ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে। বিভিন্ন প্রাকৃতিক শক্তিসমূহের বিভিন্নতার কারণে বিভিন্ন স্থানে আবহাওয়া ও জলবায়ু বিভিন্ন ধরনের হয়ে থাকে।
আবহাওয়া কাকে বলে
সাধারণত আবহাওয়া বলতে কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ের বায়ুমণ্ডলের কতকগুলো উপাদানের অবস্থাকে নির্দেশ করে। আবহাওয়ার মৌলিক উপাদানগুলো বায়ুর চাপ, তাপ, আর্দ্রতা, বৃষ্টিপাত প্রভৃতি। এগুলো দৈনিক এমনকি ঘন্টায় ঘন্টায়ও পরিবর্তন হতে পারে। কোনো স্থানের অল্প সময়ের বায়ুর মৌলিক উপাদানগুলোর সমষ্টিই আবহাওয়ার অন্তর্গত। তাই বলা যায় কোনো স্থানের বায়ুর চাপ, উষ্ণতা, গতি, আর্দ্রতা, বৃষ্টিপাত প্রভৃতির সমষ্টিগত স্বল্পকালীন অবস্থাকে আবহাওয়া বলে। অন্যভাবে বলা যায়, একটি নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট স্থানে বায়ুমণ্ডলের অবস্থাকে আবহাওয়া বলে।