ঘূর্ণিঝড় কি | ঘূর্ণিঝড় কাকে বলে

ঘূর্ণিঝড় কি

ঘূর্ণিঝড় বলতে প্রবল ঘূর্ণায়মান বাতাসকে বুঝায়। একই কেন্দ্রমুখী সম্পন্ন ভিন্ন উষ্ণতা ও ঘনত্ববিশিষ্ট দুটি বায়ু স্রোত পরস্পর অবস্থান করলে তাদের স্পর্শতলে তরঙ্গের সৃষ্টি হয়। এ তরঙ্গের মাধ্যমে কিছু আলোড়ন সৃষ্টি হয়। আর এ আলোড়নের মাধ্যমেই ঘূর্ণিঝড়ের উৎপত্তি ঘটে। মধ্য অক্ষাংশে নাতিশীতোষ্ণ অঞ্চলে পশ্চিমা বায়ুর সাথে ঘূর্ণিঝড় ও প্রতীপ ঘূর্ণিঝড়ের ঘন ঘন আবির্ভাবের কারণে আবহাওয়া দ্রুত পরিবর্তন সাধিত হয়। ঘূর্ণিঝড় ও প্রতীপ ঘূর্ণিঝড় উভয়ই ভিন্ন ভিন্ন প্রকৃতির শক্তিশালী ঝড়।

ঘূর্ণিঝড় কাকে বলে

ঘূর্ণিঝড় হলো প্রবল ঘূর্ণায়মান বাতাস। অর্থাৎ উর্ধ্বগামী প্রবল ঘূর্ণায়মান বাতাসকে ঘূর্ণিঝড় বলে। ভূপৃষ্ঠের কোনো স্বল্প পরিসর স্থানে হঠাৎ বায়ু অধিক পরিমাণে উত্তপ্ত হলে সেখানকার বায়ু দ্রুত উষ্ণ ও হালকা হয়ে উপরে ওঠে যায় এবং সে স্থানে নিম্নচাপের সৃষ্টি হয়। ফলে বায়ুচাপের সমতা রক্ষার্থে চতুর্দিকে উচ্চচাপ বিশিষ্ট অঞ্চল হতে শীতল ও ভারী বায়ু কুণ্ডালাকারে প্রবল বেগে ঘুরতে ঘুরতে নিম্নচাপ কেন্দ্রে প্রবেশ করে। উত্তর গোলার্ধে এ বায়ু ঘড়ির কাটার বিপরীত গতিতে এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাটার গতিতে অগ্রসর হয়। ফলে নিম্নচাপ কেন্দ্রে এ বায়ু দ্রুত গতিতে প্রবেশ করে উত্তপ্ত ও হালকা হয়ে উর্ধ্বগামী হয় এবং সেখানে শীতল হয়ে জলীয়বাষ্প, মেঘ ও বৃষ্টির সৃষ্টি হয়। এ বায়ু কখনও একস্থানে স্থির থাকে না । ঘূর্ণিবাত কেন্দ্রকে ঘূর্ণিবাত চক্ষু বলে।

Similar Posts