হিসাবচক্র কি | হিসাবচক্র কাকে বলে
হিসাবচক্র কি
হিসাবচক্র হলো ধারাবাহিক কার্যক্রম যা লেনদেন চিহ্নিতকরণের মাধ্যমে শুরু হয় প্রারম্ভিক দাখিলার মাধ্যমে শেষ হয়। কারবার যতদিন চলতে থাকবে এ প্রক্রিয়া ততদিন চলতে থাকবে। আর যে ধারাবাহিকতা চক্রাকারে হিসাবকাল ক্রমআবর্তিত হয় তাকে হিসাবচক্র বলে।
হিসাবচক্র কাকে বলে
এ নিয়ে হিসাবচক্রের কয়েকটি জনপ্রিয় সংজ্ঞা তুলে ধরা হলো :
Eric Louis Kohler-এর মতে, “Sequence of steps or procedures in annual accounting event initiated by an accountant in each accounting period.“
ICWAI-এর মতে, “হিসাবচক্র হলো হিসাববিজ্ঞান উপাত্তের সামগ্রিক প্রক্রিয়াকরণের বিভিন্ন ধাপসমূহ।”
Harmanson and Others-এর মতে, “হিসাবচক্র হলো প্রয়োজনীয় আর্থিক তথ্যসংগ্রহকরণ প্রক্রিয়াকরণ এবং প্রকাশকরণে একটি ধারাবাহিক ধাপ যা একটি নির্দিষ্ট হিসাবকাল শেষে সম্পাদিত হয়।“
Smith and Fred Skousen-এর মতে, “আর্থিক বিবরণীতে যেসব উপাত্ত ব্যবহার করা হয় বা পেশ করা হবে তা সরবরাহ করতে প্রতিটি ব্যবসায় একক কর্তৃক কতিপয় প্রণালি অবশ্যই প্রতিষ্ঠিত করতে হবে, যাকে সমষ্টিগতভাবে হিসাবচক্র বলে।”