বিপরীত দাখিলা কী
বিপরীত দাখিলা কী
সমন্বয় জাবেদা করার পর যাবতীয় বকেয়া খরচ, বকেয়া আয়, অগ্রিম খরচ, অগ্রিম প্রাপ্ত আয়ের যে বিপরীত জাবেদা নেয়া হয় তাকে বিপরীত বা উল্টানো জাবেদা বা দাখিলা বলে। অর্থাৎ সমন্বয় জাবেদায় যা ডেবিট করা হয়েছে বিপরীত দাখিলায় উহা ক্রেডিট করতে হয়। আবার সমন্বয় দাখিলায় যা ক্রেডিট বিপরীত দাখিলায় তা ডেবিট, করতে হয়।
Horngreen-এর মতে, “Reversing entry is an entry that switches the debit and the credit of a previous adjusting entry.“