নগদ প্রবাহ বিবরণী তৈরির নিয়ম কি কি
নগদ প্রবাহ বিবরণী তৈরির নিয়ম কি কি
আয় বিবরণী এবং প্রারম্ভিক ও সমাপনী উদ্বৃত্তপত্রের তথ্যের একটি নির্দিষ্ট সময়ের জন্য একটি নগদ প্রবাহ বিবরণী তৈরি করা হয়। ট্যাক্স এবং অবচয় বাদে সকল নগদ আন্তঃপ্রবাহ এবং নিট লাভ পজেটিভ মূল্য হিসেবে বিবেচিত হবে। এক্ষেত্রে পরিচালন বিনিয়োগ এবং আর্থিক নগদ প্রবাহ যোগ করে যে মূল্য পাওয়া যায় তার সাথে নগদ ব্যালেন্স যোগ করলে নিট নগদ হ্রাস ও বৃদ্ধি পাওয়া যায়। অবশ্য এক্ষেত্রে বিক্রিয়যোগ্য সিকিউরিটিকেও নগদের সমতুল্য ধরা হয়।
১ম ধাপ → পরিচালনা কার্যক্রম থেকে নগদ প্রবাহ নিৰ্ণয়
+
২য় ধাপ → বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ নিৰ্ণয়
+
৩য় ধাপ → অর্থায়ন কার্যক্রম থেকে নগদ প্রবাহ নির্ণয়
=
ফলাফল → নগদ অর্থের হ্রাস বা বৃদ্ধি