চলতি অনুপাত কি | চলতি অনুপাত কাকে বলে
চলতি অনুপাত কি | চলতি অনুপাত কাকে বলে
চলতি অনুপাতের মাধ্যমে স্বল্পকালীন দায় পরিশোধের ক্ষমতা জানা যায়। চলতি সম্পত্তিকে চলতি দায় দ্বারা ভাগ করলে যে অনুপাত পাওয়া যায়। চলতি সম্পত্তি বলতে বুঝায়, যে সম্পত্তি সাধারণত এক বছর বা তার কম সময়ের মধ্যে নগদ অর্থে রূপান্তর করা যায়। পক্ষান্তরে, চলতি দায় বলতে বুঝায় যে, দায় এক বছর বা তার কম সময়ের মধ্যে পরিশোধ করার প্রয়োজন হয়। চলতি অনুপাতের ইংরেজী হচ্ছে Current ratio। নিচে চলতি অনুপাতের সূত্র দেওয়া হল।
Current ratio = (Current Assets ÷ Current Liabilities) + Expense payable
চলতি অনুপাতের মাধ্যমে কারবারের তারল্যের অবস্থা জানা যায়। এর আদর্শ মান হলো ২ : ১। অর্থাৎ প্রতি ১ টাকা চলতি দেনার জন্য ২ টাকা সম্পত্তি থাকা বাঞ্ছনীয়। আদর্শমানের চেয়ে চলতি সম্পত্তি খুব বেশি থাকা কাম্য নয়। কারণ তাতে বিপুল পরিমাণ অর্থ অলস তহবিল হিসেবে পড়ে থাকতে পারে। আবার চলতি সম্পত্তি আদর্শমানের সমান বা তার চেয়ে বেশি হলেই যে কারবারের অবস্থা ভালো তথা দায় পরিশোধের ক্ষমতা আছে বা তা বলা যাবে। কারণ চলতি সম্পত্তির ভিতর কোনো কোন সম্পত্তি আছে তার প্রকৃতি কেমন তা বিশ্লেষণ করা দরকার। যেমন- মজুত পণ্য খারাপ হওয়ার কারণে কারবারে অবিক্রিত মজুত বেশি থাকতে পারে। সেক্ষেত্রে চলতি সম্পত্তি বেশি থাকলেই যেসব সময় কারবারের অবস্থা ভালো তা বলা যাবে না।