হিসাববিজ্ঞানের ভাবমূর্তি কি

হিসাববিজ্ঞানের ভাবমূর্তি কি

ইংরেজী Image শব্দের অর্থ হচ্ছে ভাব, ধারণা, ভাবমূর্তি, ভাবমূর্তি শুধু কার্যাবলীর মধ্যে সীমাবদ্ধ নয়। সম্পাদিত কাজের গ্রহণযোগ্যতা, বিশ্বাসযোগ্যতা সুনাম ইত্যাদি ও ভাবমূর্তির মধ্যে অন্তর্ভুক্ত। আধুনিক অর্থনৈতিক ব্যবস্থার চলমান ধারাবাহিকতার প্রধান ধারক ও বাহক হচ্ছে হিসাববিজ্ঞান। হিসাববিজ্ঞানের কার্যক্রম সম্পাদনে একই সাথে বহু ধরনের উদ্দেশ্য সাধিত হয়। হিসাববিজ্ঞানের ভাবমূর্তি সম্পর্কে বিখ্যাত লেখক Ahmed Belkaoui তার বইতে বলেছেন-

১. কারবারের ভাষা হিসাবে হিসাববিজ্ঞান (Accounting as a language of business)

২. ঐতিহাসিক দলিল হিসাবে হিসাববিজ্ঞান (Accounting is historical record of document)

৩. অর্থনৈতিক বাস্তবতা হিসাবে হিসাববিজ্ঞান (Accounting as a current economic reality)

৪. তথ্য পদ্ধতিতে হিসাববিজ্ঞান (Accounting as an information system)

৫. পণ্য হিসাবে হিসাববিজ্ঞান (Accounting as a commodity)

৬. ভাবতত্ত্ব হিসাবে হিসাববিজ্ঞান (Accounting as an ideology)

Similar Posts