মর্লে-মিন্টো সংস্কার আইন কী
মর্লে-মিন্টো সংস্কার আইন কী
ভারতবর্ষে শাসনতান্ত্রিক অগ্রগতিতে ১৯০৯ সালের মর্লে-মিন্টো সংস্কার আইন একটি গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে বিবেচিত। এ আইনের কার্যকারিতা ব্রিটিশ সরকারের কাছে সন্তোষজনক মনে হলেও তা শিক্ষিত, সচেতন ভারতীয়দের তুষ্ট করতে পারেনি। ফলে ভারতীয়দের আইন পরিষদে প্রতিনিধিত্ব ও ক্ষমতা বৃদ্ধির দাবি অব্যাহত থাকে। ১৯০৬ সালে মুসলিম লীগ গঠিত হয় এবং মুসলমানদের স্বার্থ ও দাবি আদায়ের জন্য পৃথক নির্বাচন দাবি করে। এরূপ পরিস্থিতিতে ভারতবর্ষের গভর্নর জেনারেল Lord Minto এবং ভারত সচিব Lord Morley ১৯০৯ সালে ভারত শাসন আইন প্রবর্তন করেন যা ‘Morley-Minto Refrom Act. – 1909 নামে পরিচিত।
মৰ্পে-মিন্টো সংস্কার আইনের বৈশিষ্ট্য
মর্লে-মিন্টো সংস্কার আইনের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ-
১. মর্লে-মিন্টো সংস্কার আইনে সর্বপ্রথম ভারতবর্ষে পৃথক নির্বাচকমণ্ডলী প্রথা প্রবর্তন করা হয়।
২. এ আইনে কেন্দ্রীয় ও প্রাদেশিক আইন পরিষদের সম্প্রসারণ ঘটে।
৩. এ আইনে প্রাদেশিক আইন পরিষদগুলোতে বেসরকারি সদস্যসংখ্যা বৃদ্ধির পাশাপাশি ভারতীয় আইন পরিষদের ক্ষমতা বৃদ্ধি পায়।
৪. এ আইন দ্বারা শাসন পরিষদে ভারতীয়দের অন্তর্ভুক্তি ঘটে এবং সর্বপ্রথম নির্বাচন পদ্ধতি গৃহীত হয়।