সুযোগ ব্যয় বলতে কী বোঝায়
সুযোগ ব্যয় বলতে কী বোঝায়
সম্পদের দুষ্প্রাপ্যতা ও অভাবের নির্বাচন থেকে সুযোগ ব্যয় ধারণাটির উৎপত্তি। একটি দ্রব্যের অতিরিক্ত উৎপাদন পাওয়ার জন্য অপর দ্রব্যের উৎপাদন যতটুকু ছেড়ে দিতে হয় সেই ছেড়ে দেওয়ার পরিমাণ হলো সুযোগ ব্যয়। অর্থাৎ ত্যাগকৃত সুযোগই হলো সুযোগ ব্যয়।সুযোগ ব্যয় প্রসঙ্গে অধ্যাপক, বেনহাম বলেন, “কোনো জিনিসের সুযোগ ব্যয় হলো পরবর্তী সর্বোত্তম বিকৃত দ্রব্যটির উৎপাদন পরিহারের ব্যয়।”