স্বয়ংক্রিয় মূল্যব্যবস্থার ধারণা দাও

স্বয়ংক্রিয় মূল্যব্যবস্থার ধারণা দাও

যে দাম ব্যবস্থায় সরকার বা অন্যকোনো উৎস হতে দাম নির্ধারিত না হয়ে ক্রেতা-বিক্রেতার পারস্পরিক ক্রিয়া-প্রতিক্রিয়ার দ্বারা বাজারে দাম নির্ধারিত হয়, তাকে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বলে। এক্ষেত্রে শুধুমাত্র বাজার চাহিদা ও বাজার যোগান পণ্য সেবার দাম নির্ধারণে ভূমিকা রাখে। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বিদ্যমান থাকলেও মিত্র অর্থব্যবস্থারও স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা রয়েছে।

Similar Posts