অর্থনীতি

পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য কি কি

1 min read

পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য কি কি

পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য

কোন বাজার পূর্ণ প্রতিযোগিতামূলক হবে কিনা তা নির্ধারণের জন্য নিম্নের শর্ত বা বৈশিষ্ট্যগুলো থাকতে হবে।

১. অসংখ্য ক্রেতা ও বিক্রেতা : পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হল অসংখ্য ক্রেতা ও বিক্রেতার সক্রিয় অংশগ্রহণ। অর্থাৎ, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যে দ্রব্যের লেনদেন হয় তার অসংখ্য ক্রেতা এবং বিক্রেতা থাকে। অসংখ্য উৎপাদনকারী ফার্মের উৎপাদন দ্বারা শিল্পের যোগান নির্ধারিত হয়। সেখানে ফার্ম শিল্পের মোট উৎপাদনের একটি নগণ্য অংশ উৎপাদন করে। তাই সে যোগানের হ্রাসবৃদ্ধি করে কোন ভোক্তার উপর প্রভাব বিস্তার করতে পারে না। আবার ক্রেতার সংখ্যা অসংখ্য থাকে বলে কোন উৎপাদনকারীর উপর কোন একজন ভোক্তার একক প্রভাব থাকে না। মোট কথা, অসংখ্য ক্রেতা এবং বিক্রেতা থাকায় পূর্ণ প্রতিযোগিতায় দ্রব্যের বাজার চাহিদা ও বাজার যোগান এবং মূল্যের উপর কোন বাহ্যিক প্রভাব থাকে না। ফলে প্রত্যেক উৎপাদক/ফার্ম যে মূল্যে পণ্য বিক্রয় করে সে মূল্যে প্রত্যেক ক্রেতা দ্রব্য ক্রয় করে। এখানে কোন শ্রেণির একচেটিয়া প্রভাব শূন্য।

২. সমজাতীয় দ্রব্য : পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের অন্যতম বৈশিষ্ট্য হল দ্রব্যের সমজাতীয়তা। অর্থাৎ, পণ্যের প্রতিটি একক হুবহু এক (identical)। পরিমাণগত এবং গুণগত দিক থেকে পণ্যের একটি একক থেকে অন্য একক পৃথক করা যায় না। যা দ্রব্যগুলোর আড়াআড়ি স্থিতিস্থাপকতা অসীম হতে সহায়তা করে। একজন উৎপাদনকারীর উৎপাদিত দ্রব্যের দাম দ্বারা অন্যজনের উৎপাদনের পরিমাণ মোটেও প্রভাবিত হবে না। এরূপ দ্রব্যের ক্ষেত্রে কোন ট্রেডমার্ক, পেটেন্ট অথবা লেবেলের মধ্যেও পার্থক্য থাকবে না। এমনকি দ্রব্য বিক্রয়ের ক্ষেত্রে যে সেবা রয়েছে তাও সমজাতীয়। অর্থাৎ, বিক্রেতা কোন আকর্ষণীয় আচরণ দ্বারা ভোক্তাদেরকে আকৃষ্ট করতে পারবে না। অসংখ্য ক্রেতা-বিক্রেতা এবং সমজাতীয় দ্রব্য শর্ত দ্বারা পূর্ণ প্রতিযোগিতায় একটি ফার্ম কেবল মূল্য গ্রহীতা হিসেবে স্বীকৃতি পায়। যেখানে ফার্মের গড় ও প্রান্তিক আয় রেখা ভূমি অক্ষের সমান্তরাল।

৩. শিল্পে ফার্মের অবাধ প্রবেশ ও নির্গম : পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে কোন শিল্পে ফার্ম অবাধে প্রবেশ করতে পারে এবং প্রয়োজনবোধে শিল্প ত্যাগ করতে পারে। স্বল্পকাল স্থির উপাদান থাকে বলে কোন ফার্ম শিল্প ক্ষেত্র পরিত্যাগ করা অথবা নতুন ফার্ম শিল্পে প্রবেশ করার সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। তাই এ শর্তটি দীর্ঘমেয়াদে প্রযোজ্য। এ সময় উৎপাদন ক্ষেত্রে লোকসানের সম্মুখীন হলে ফার্ম শিল্প থেকে বেরিয়ে আসতে পারে। অর্থাৎ, উৎপাদন বন্ধ করে দিতে পারে। অন্যদিকে অতিরিক্ত মুনাফার সম্ভাবনা থাকলে নতুন ফার্ম শিল্পে প্রবেশ করতে পারে। অর্থাৎ, উৎপাদন নতুন করে শুরু করতে পারে।

৪. বাজারের অবস্থা সম্পর্কে ক্রেতা ও বিক্রেতারা পুরোপুরি অবহিত : পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের অন্য একটি বৈশিষ্ট্য হল পণ্যের একক, এর গুণগতমান এবং মূল্য সম্পর্কে ক্রেতা ও বিক্রেতা পুরোপুরি অবহিত থাকে। ক্রেতা পণ্যের বৈশিষ্ট্য বা মূল্য সম্পর্কে অবহিত থাকায় কোন বিক্রেতার পক্ষে বেশি মূল্য দাবি করা সম্ভব নয়। কারণ, বেশি মূল্য দাবি করলে ভোক্তা অন্য বিক্রেতার কাছে চলে যাবে। বাজারের তথ্যাদি সম্পর্কে ভোক্তা সব সময় খোঁজখবর নেয় এবং তথ্য সংগ্রহ সম্পূর্ণরূপে খরচহীন ও স্বাধীন। আবার বিক্রেতাও ক্রেতাদের চাহিদা, রুচি এবং পণ্যের গুণাগুণ ও মূল্য সম্পর্কে পুরোপুরি জ্ঞাত বলে কোন ক্রেতা নির্ধারিত মূল্য অপেক্ষা কম মূল্য বিক্রেতাকে প্রদান করতে পারে না। এর ফলে এরূপ বাজারে লেনদেনের অনিশ্চয়তা শূন্যে নেমে আসে।

৫. সরকারি নিয়ন্ত্রণ নেই : পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারব্যবস্থায় কোন উৎপাদিত দ্রব্য ক্রয়বিক্রয়ের উপর সরকারি কোন নিয়ন্ত্রণ থাকবে না। অর্থাৎ শুল্ক, কর, ভরতুকি এবং রেশনিং ব্যবস্থার দ্বারা কোন দ্রব্যের চাহিদা ও যোগানকে সরকার নিয়ন্ত্রণ করবে না। এ বৈশিষ্ট্যের কারণে উৎপাদনকারী একজন মূল্য গ্রহীতা হিসেবে স্বীকৃতি পায়। যদি সরকার উপরিউক্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করে তবে স্বাধীনভাবে বাজারে প্রতিযোগিতার মাধ্যমে মূল্য নির্ধারিত হবে না।

৬. উপকরণের পূর্ণ গতিশীলতা : পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের অন্যতম বৈশিষ্ট্য হল অর্থনীতিতে বিদ্যমান উৎপাদনশীল উপাদানসমূহ বিভিন্ন শিল্পের মধ্যে অবাধে চলাচল করতে পারবে। অর্থাৎ, কোন শিল্পে মজুরি কম থাকলে যে শিল্পে মজুরি বেশি আসে সেখানে উপকরণ অবাধে চলে যেতে পারবে, এক্ষেত্রে কোন বাহ্যিক বা অভ্যন্তরীণ বিধিনিষেধ নেই। শ্রমিকগণ ভিন্ন ভিন্ন পেশায় স্থানান্তরিত হতে পারবে যা শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি করবে। কোন কাঁচামালসমূহ কোন একটি ফার্মের জন্য নির্দিষ্ট থাকবে না। যে কোন ফার্ম প্রতিযোগিতামূলক মূল্যে তা ক্রয় করতে পারবে। এভাবে উপাদান মূল্যের মধ্যে সমতা বিধানের সম্ভাবনা দেখা দেয়। এর মাধ্যমে খরচ এর মধ্যে সমজাতীয়তার সম্ভাবনা নিহিত থাকে।

৭. উৎপাদনকারী প্রতিষ্ঠানের মূল লক্ষ্য মুনাফা সর্বোচ্চকরণ : পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারব্যবস্থায় উৎপাদনকারী প্রতিষ্ঠানের মূল লক্ষ্য থাকে মুনাফা সর্বোচ্চকরণ। মুনাফা সর্বোচ্চক্ররণের লক্ষ্যে ফার্ম সর্বনিম্ন ব্যয়ে দক্ষতার সাথে উৎপাদন পরিচালনা করে।

৮. পরিবহণ খরচ বিবেচনা বহির্ভূত : পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে পরিবহণ খরচ বিবেচনায় আনা হয় না। পরিবহণ খরচ থাকলে একই দ্রব্যের দাম বিভিন্ন বাজারে বিভিন্ন রকম হওয়ার সম্ভাবনা দেখা দেয়। বাজারের দূরত্বের ভিত্তিতে মূল্যের পার্থক্য পরিলক্ষিত হলে পূর্ণ প্রতিযোগিতায় দামের একত্বরূপ ব্যহত হয়। আর পরিবহণ খরচ বিবেচনায় না আনলে বিভিন্ন বাজারে দ্রব্যের মূল্য একই হওয়ার সম্ভাবনা দেখা দেয়।

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

x