কোষের বৈশিষ্ট্য | কোষের আকার, আয়তন, সংখ্যা এবং পরিমাপের একক

কোষের বৈশিষ্ট্যাবলি (Properties of cell)

সব জীব কোষ নিম্নোক্ত সাধারণ বৈশিষ্ট্যের অধিকারী-

  • ১. রাসায়নিক অদ্বিতীয়তা (Chemical uniqueness) : কোষীয় প্রোটোপ্লাজমের বিভিন্ন জৈব ও অজৈব উপাদান প্রায় সব ক্ষেত্রে একই রকম। প্রোটিন, লিপিড, শর্করা ও নিউক্লিয় এসিডের মত ম্যাক্রোমলিকুলগুলির সাধারণ গঠন বিভিন্ন জীবকোষে প্রায় একই ধরনের হয়ে থাকে। সুতরাং বলা যায় সব জীব কোষই রাসায়নিক গঠনের দিক থেকে একই রকম ও অদ্বিতীয়।
  • ২. জটিল সংগঠন (Complex organization) : জীব কোষের প্রোটোপ্লাজমে অবস্থিত বিভিন্ন ধরনের ম্যাক্রো ও মাইক্রো মলিকুল, কোষ অঙ্গাণু, কোষীয় অজৈব পদার্থের সমন্বয়ে একটি জটিল সংগঠন গড়ে ওঠে।
  • ৩. বিপাক ক্রিয়া (Metabolism) : জীব কোষে সর্বদাই গঠনমূলক ও ভাঙনমূলক কর্মকাণ্ড সংঘটিত হয়; এসব কর্মকাণ্ডের সমষ্টি বিপাক নামে পরিচিত।
  • ৪. প্রজনন (Reproduction) : সাধারণত জীবকোষ বিভাজনের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করে একে প্রজনন বলে। যা কোষের একটি স্বাভাবিক ধর্ম।
  • ৫. বর্ধন (Development) : কোষ উৎপন্ন হওয়ার পর আকার ও আয়তনে বৃদ্ধি প্রাপ্ত হয়। ফলে কোষস্থ অঙ্গাণুগুলির পরিবর্তিত রূপ লাভ করে।
  • ৬. জেনেটিক কোড (Genetic code) : তিনটি করে নিউক্লিওটাইড বেস সমন্বয় এক একটি জেনেটিক কোড গঠিত হয়। এক একটি জেনেটিক কোড একাধিক অ্যামাইনো এসিডের সংকেত বহন করে। কোষ জেনেটিক কোডের ধারক ও বাহক হিসেবে কাজ করে।

কোষের আকৃতি (Shape of the cell)

কোষের আকৃতি এবং কাজ, পরিবেশের প্রভাব, পৃষ্ঠটান, সান্দ্রতা ইত্যাদির উপর নির্ভর করে। কোষ সাধারণত ডিম্বাকৃতি, বৃত্তাকার, আয়তাকার, বহুভুজাকার, মাকু আকৃতির, লম্বা, সূঁচালো, চ্যাপ্টা, অনিয়তাকার ইত্যাদি আকৃতির হয়ে থাকে।

কোষের আয়তন (Size of the cell)

অধিকাংশ কোষ খালি চোখে দেখা যায় না। জীবজগতের ক্ষুদ্রতম কোষ Mycoplasma gallisepticum। এটা এককোষী ব্যাকটেরিয়া সদৃশ জীব যার ব্যাস মাত্র ০.১ মাইক্রন। উট পাখির ডিম ১৭০ mm আয়তনের হয়, এটা সবচেয়ে বড় কোষ। স্তন্যপায়ী প্রাণীর স্নায়ু কোষের দৈর্ঘ্য ১ মিটারের বেশি হয়।

কোষ পরিমাপের একক (Unit of measurement of a cell)

কোষবিদ্যা পরিমাপের একক হিসেবে আন্তর্জাতিকভাবে মাইক্রন (µ) ও আংস্ট্রম (Å) এর পরিবর্তে মাইক্রোমিটার (µm) এবং ন্যানোমিটার (nm) ব্যবহার হয়।

১ মাইক্রোমিটার (µm) = ১ মাইক্রন (µ) (১/১০০০) mm = 0.00১m
১ ন্যানোমিটার (nm) = (১/১০০০) মাইক্রোমিটার (µm) = ১০ অ্যাস্ট্রম (Å)

কোষের সংখ্যা (Number of cells)

কোষের সংখ্যা বিভিন্ন জীবে বিভিন্ন রকম হয়। এককোষী জীবে কোষের সংখ্যা ১টি এবং বহুকোষী জীবে কোষের সংখ্যা কয়েক শত থেকে শুরু করে কোটি কোটি হতে পারে। ৮০ কেজি ওজন বিশিষ্ট একজন পূর্ণ বয়স্ক মানুষের দেহের কোষ সংখ্যা আনুমানিক দশ লক্ষ কোটি।

Similar Posts