ভ্যাকুওল কি এবং কাকে বলে | ভ্যাকুওল এর কাজ কি কি
ভ্যাকুওল (Vacuole) কি এবং কাকে বলে
কোষের সাইটোপ্লাজমের মধ্যে যেসব একক আবরণী বেষ্টিত থলির মত অঙ্গ বিক্ষিপ্তভাবে বা একত্রে থাকে তাদেরকে ভ্যাকুওল বা কোষ গহ্বর বলে।
স্প্যালানজানি সর্বপ্রথম কোষ গহ্বর আবিষ্কার করেন। সাধারণত নতুন কোষে ভ্যাকুওল কম থাকে। তুলনামূলকভাবে প্রবীণ কোষে ভ্যাকুওল বেশি থাকে। এদের কোন নির্দিষ্ট আকার নেই।
ভ্যাকুওল এর গঠন
ভ্যাকুওল প্রোটিন ও লিপিড নির্মিত একক পর্দা দ্বারা পরিবেষ্টিত থাকে। কোষ গহ্বর কোষ রস নামক তরলে পূর্ণ থাকে। কখনও কখনও কয়েকটি গহ্বর মিলিত হয়ে একটি বড় গহ্বর উৎপন্ন ভ্যাকুওলের মাঝে পানি, কার্বোহাইড্রেট, ফেনল, প্রোটিন দ্ৰব্য দেখা যায়।
ভ্যাকুওল এর কাজ (Functions of Vacuole)
- ১. কোষের পানি সাম্য নিয়ন্ত্রণ করে।
- ২. সঞ্চিত খাদ্য ধারণ করে।
- ৩. বিভিন্ন ধরনের কোষীয় বর্জ্য পদার্থ ধারণ করে।
- ৪. কোষীয় ক্ষরণ ধারণ ও পরিবহনে সহায়তা করে।
- ৫. আন্তঃকোষীয় পরিপাক সাহায্য করে।