মলাস্কা পর্ব কি
প্রকৃত সিলোমযুক্ত অমেরুদণ্ডী প্রাণী পর্বসমূহের মধ্যে মলাস্কা (Mollusca) অন্যতম। অমেরুদণ্ডী প্রাণী পর্বসমূহের মধ্যে দ্বিতীয় বৃহত্তম পর্ব হিসেবে মলাস্কা (Mollusca) কে বিবেচনা করা হয়। পৃথিবীর প্রায় প্রতিটি বাস্তুতান্ত্রিক আবাসে এই পর্বের প্রাণীরা বসবাস করে। পর্বটির নাম করণ ল্যাটিন শব্দ Mollis থেকে করা হয়েছে, যার বাংলা অভিধানিক অর্থ নরম।
মলাস্কা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য
- ১. মূল দেহ নরম, মাংসল, অখণ্ডায়িত এবং ত্রিস্তর বিশিষ্ট।
- ২. দেহ দ্বি-পার্শ্বীয় প্রতিসম হলেও অনেক পূর্ণাঙ্গ প্রাণীদেহ অপ্রতিসম।
- ৩. ম্যান্টেল নামক আবরণী দ্বারা দেহ আবৃত থাকে। ম্যান্টেলের উপরে চুন জাতীয় খোলক অবস্থান করে।
- ৪. দেহ বিবর বা সিলোম সংক্ষিপ্ত এবং হিমোসিল প্রকৃতির।
- ৫. অধিকাংশ প্রাণীর মস্তক সুস্পষ্ট এবং মুখছিদ্র, কর্ষিকা, চোখসহ অন্যান্য সংবেদী অঙ্গ সমন্বিত।
- ৬. দেহের অঙ্কীয় তলে প্রশস্ত পেশীবহুল পদ অবস্থান করে।
- ৭. পরিপাক নালী প্যাচানো বা ‘U’ আকৃতির।
- ৮. দেহত্বক, ফুলকা বা ফুসফুস দ্বারা শ্বসন সম্পন্ন হয়।
- ৯. রক্ত সংবহনতন্ত্র মুক্ত প্রকৃতির। রক্ত বর্ণহীন বা নীলাভ।
- ১০. থলি সদৃশ মেটানেফ্রিক বৃক্কের সাহায্যে রেচন সম্পন্ন হয়।
- ১১. স্নায়ুগ্রন্থি, স্নায়ুযোজক, স্নায়ুসংযোজক এবং স্নায়ুসূত্রকের সমন্বয়ে স্নায়ুতন্ত্র গঠিত হয়।
- ১২. অধিকাংশ প্রাণী একলিঙ্গ। কিছু প্রাণী উভলিঙ্গ।
- ১৩. অন্তঃনিষেক বা বহিঃনিষেক সম্পন্ন হয়।
- ১৪. বর্ধন প্রত্যক্ষ বা পরোক্ষ ।
- ১৫. পরোক্ষ বর্ধন প্রক্রিয়ায় Veliger বা Glochidium লাভা দশা সৃষ্টি হয়।