অনার্স ১ম বর্ষ পরীক্ষায় নকল করা শিক্ষার্থীদের শাস্তি দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষ পরীক্ষায় নকল করার অভিযোগে অভিযুক্ত শিক্ষার্থীদের বিভিন্ন মেয়াদে শাস্তি আরোপ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। ২০২০ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষায় বিভিন্ন অভিযোগে অভিযুক্ত পরীক্ষার্থীদের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে শাস্তি আরোপ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত তথ্য জানানো হয়েছে।
পরীক্ষা শৃঙ্খলা কমিটির সিদ্ধান্তক্রমে ও একাডেমিক কাউন্সিলের অনুমােদন সাপেক্ষে ২০২০ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষায় বিভিন্ন কলেজ কেন্দ্রের অধ্যক্ষ/ভারপ্রাপ্ত কর্মকর্তা, কক্ষ পরিদর্শক ও পরিদর্শক/প্রধান পরীক্ষক/পরীক্ষক কর্তৃক বিভিন্ন অভিযােগে অভিযুক্ত নিমােক্ত রেজিস্ট্রেশন নম্বরধারী পরীক্ষার্থীদের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে শান্তি আরােপ করা হয়েছে।
ঘ ধারায় অন্তর্ভূক্ত পরীক্ষার্থীদের সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিল করা হয়েছে।
ঙ ধারায় অন্তর্ভুক্ত পরীক্ষার্থীদের সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিলসহ পরবর্তী ০১ (এক) বছর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
ছ ধারায় অন্তর্ভূক্ত পরীক্ষার্থীদের সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিলসহ পরবর্তী ০১ (এক) বছর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
ঢ ধারায় অন্তর্ভুক্ত পরীক্ষার্থীদের সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিলসহ পরবর্তী ০২ (দুই) বছর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
দ ধারায় অন্তর্ভূক্ত পরীক্ষার্থীদের সংশলষ্ট বছরের পরীক্ষা বাতিলসহ পরবর্তী ০৪ (চার) বছর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।