পারিবারিক কলহের জেরধরে একটি সংসারে বিভিন্ন ঘটনা ঘটে থাকে। তবে ইফতারি না পেয়ে বউকে তালাক। কমই হয়ে থাকে।সিলেটের জকিগঞ্জের কালিগঞ্জে শ্বশুরবাড়ি থেকে রমজান মাসে ইফতারি না পেয়ে নবজাতকসহ বউ তালাকের অভিযোগ উঠেছে। বুধবার রাতে উপজেলার মানিকপুর ইউপির বাল্লাগ্রামে এই ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মানিকপুর ইউপির বাল্লা গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে জাকারিয়া আহমদ শ্বশুরবাড়ি থেকে ইফতারি না পেয়ে নবজাতকসহ বউকে তালাক দিয়েছেন বলে অভিযোগ উঠেছে জাকারিয়ার বিরুদ্ধে। অমানবিক এমন কান্ডে পুরো উপজেলা জুড়ে বির্তক চলছে। ঘটনাটি চরম অমানবিক বলে অনেকে মন্তব্য করেছেন।

মানিকপুর ইউপির ৩নং ওয়ার্ডের সদস্য আব্দুল কাদির বলেন, ঘটনাটি নিয়ে আজ বৃহস্পতিবার সকালে জাকারিয়া আহমদের সঙ্গে কথা বলেছেন এবং ঘটনার বিস্তারিত জানতে ইউপি কার্যালয়ে নিয়ে এসেছিলেন।

জাকারিয়া প্রাথমিকভাবে জানিয়েছে, পারিবারিক কলহের জেরধরে তালাকের ঘটনা ঘটেছে। বেশ কয়েকদিন থেকে সংসারে নানা বিষয় নিয়ে কলহ চলছে। পারিবারিক মতবিরোধে তালাক দিয়েছেন স্ত্রী। শ্বশুরবাড়ির লোকজন এখন আসল ঘটনাকে আড়াল করে ‘ইফতারি না পেয়ে তালাক হয়েছে’ বলে রটনা করছেন।

ইউপি সদস্য আরও জানিয়েছেন, তারাবীর নামাজের পর বিষয়টি নিয়ে ইউপি চেয়ারম্যানসহ বৈঠকে বসবেন এবং সমাধানের চেষ্টা করবেন।

Rate this post

By Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.