বর্গফুট কাকে বলে / স্কয়ার ফিট কাকে বলে?
স্কয়ার ফিট কাকে বলে? বর্গফুট বের করার নিয়ম
বর্গফুট/স্কয়ার ফিট হচ্ছে ক্ষেত্রফলের একক। ইহাকে ক্ষেত্রফলের সার্বজনীন একক এবং আমেরিকার প্রচলিত একক হিসাবে ধরা হয়। ইহা প্রধানত মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবহৃত। বাংলাদেশ, কানাডা, ঘানা, হংকং, ভারত, মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান, যুক্তরাজ্য, সিঙ্গাপুর এই একক আংশিকভাবে ব্যবহার করে। দৈর্ঘ্যে ১ ফুট এবং প্রস্থে ১ ফুট কোন ক্ষেত্রকে বর্গফুট রূপে চিহ্নিত করা হয়ে থাকে।
ইংরেজিতে একবচন বর্গফুট এবং বহুবচন বর্গফিট হিসাবে প্রকাশ করা হয়। বর্গফুট সাধারণভাবে স্থাপত্য, রিয়েল এস্টেট ও অভ্যন্তরীণ মেঝে পরিমাপ করতে ব্যবহৃত হয়।
রূপান্তর:
১ বর্গ ফুট সমান:
১৪৪ বর্গইঞ্চি
১/৯ বর্গগজ (স্কয়ার ইয়াড)
০.০৯২৯০৩০৪ বর্গমিটার
১ একর সমান ৪৩,৫৬০ বর্গফুট