তথ্য প্রযুক্তি

গুগল স্ট্রিট ভিউ ব্যবহার করার নিয়ম

1 min read

গুগল স্ট্রিট ভিউ: সুপ্রিয় পাঠক বন্ধুরা আজকে আমরা কথা বলব গুগোল স্ট্রীট বিল সম্পর্কে। বন্ধুরা মূলত গুগল স্ট্রিট ভিউ হলো গুগল ম্যাপস এর একটি ফিচার, যার মাধ্যমে মোবাইল বা কম্পিউটার থেকে বাস্তব দুনিয়া দেখা সম্ভব। আসলে এর গুন হচ্ছে এই ফিচার এর মাধ্যমে গুগল ম্যাপস এ রিয়েল-লাইফ ভিজ্যুয়াল দেখা যায়। স্ট্রিট ভিউ ক্যামেরার মাধ্যমে গুগল বিশ্বের বিভিন্ন স্থানের ছবি তুলে ম্যাপের মধ্যে রেখে দিয়েছে।

গুগল স্ট্রিট ভিউ ব্যবহার করার নিয়ম

বন্ধুরা স্ট্রিট ভিউ ফিচারের মাধ্যমে আপনারা সেসব ছবি দেখতে পারবেন। এতে মনে হবে যেন আপনারা সেই এলাকায় হেঁটে হেঁটে সবকিছু দেখছেন। আজকের এই পোস্টে আপনাদের জানাবো গুগল স্ট্রিট ভিউ ব্যবহার করার নিয়ম। যার মাধ্যমে সরাসরি না গিয়েও বিভিন্ন মজার স্থান ভার্চুয়ালিতে আপনারা ঘুরতে পারবেন।

কম্পিউটার থেকে গুগল স্ট্রিট ভিউ ব্যবহার করার নিয়ম

পাঠক বন্ধুরা আপনারা সকলে জানেন কম্পিউটার থেকে ওয়েব ব্রাউজারের মাধ্যমে গুগল স্ট্রিট ভিউ ব্যবহার করা যায়। ব্রাউজার থেকে স্ট্রিট ভিউ ব্যবহার করার জন্য আপনারা আমাদের এই পোস্টটির নিয়ম গুলো শেষ পর্যন্ত অনুসরণ করুন।

গুগোল স্ট্রিট ভিউ ব্যবহারের নিয়মঃ

  • প্রথমে গুগল সার্চ বারে যেকোনো এড্রেস বা ল্যান্ডমার্ক এর নাম লিখতে হবে।
  • এরপর উক্ত স্থানের একটি গুগল নলেজ প্যানেল দেখতে পাবেন যেখানে স্থান সম্পর্কে ছবি ও তথ্য দেখতে পাবেন।
  • যদি উক্ত স্থানের গুগল স্ট্রিট ভিউ কভারেজ থাকে তবে নলেজ প্যানেলের ছবির পাশে “See Outside” নামে একটি অপশন দেখবেন, সেটিতে ক্লিক করতে হবে।
  • এরপর উক্ত স্থানের স্ট্রিট ভিউ স্ক্রিনে আপনাদের প্রয়োজনীয় তথ্য দেখতে পাবেন।

প্রিয় বন্ধুরা এতোক্ষণ ‌সার্চ করে স্টিট ভিউ অ্যাকসেস করার নিয়ম তো জানলেন। এছাড়া গুগল ম্যাপস এর মাধ্যমেও সরাসরি স্ট্রিট ভিউ ব্যবহার করা যায় । গুগল ম্যাপস থেকে স্ট্রিট ভিউ ব্যবহার করার জন্য করতে হবেঃ

  • ওয়েব ব্রাউজার থেকে গুগল ম্যাপস এ প্রবেশ করতে হবে।
  • আপনারা যে স্থানের স্ট্রিট ভিউ দেখতে চান উক্ত স্থানের নাম সার্চ করতে হবে।
  • উক্ত স্থান যদি স্ট্রিট ভিউ সাপোর্ট করে, তাহলে স্ক্রিনের বোটমে একটি ছবিসহ একটি জিওলোকেশন কার্ড দেখতে পাবেন।
  • জিওলোকেশন কার্ডে ক্লিক করে স্ট্রিট ভিউতে আপনারা প্রবেশ করবেন।

এছাড়াও বন্ধুরা গুগল এর স্ট্রিট ভিউ এভেটার আইকন, পেগম্যান দ্বারাও যেকোনো স্থানের স্ট্রিট ভিউতে আপনারা প্রবেশ করতে পারবেন কম্পিউটার ব্রাউজারের মাধ্যমে। এই উপায়ে স্ট্রিট ভিউ ব্যবহার করার জন্য আপনাদের করতে হবেঃ

  • যেকোনো স্থানের নাম গুগল ম্যাপস এ সার্চ করতে হবে।
  • এরপর গুগল ম্যাপস এর ডানদিকের নিচের কর্নারে থাকা পেগম্যান ড্রাগ করে কাংখিত স্থানে ম্যাপের উপর ছেড়ে দিতে।
  •  উক্ত স্থানের স্ট্রিট ভিউ রেকর্ড থাকলে পেগম্যান ড্রপ করার পর উক্ত স্থানের স্ট্রিট ভিউতে প্রবেশ করতে হবে।
  • স্ট্রিট ভিউতে প্রবেশের পর কার্সর ফরোয়ার্ড অ্যারোতে পরিণত হবে। ডিরেকশনাল অ্যারো ব্যবহার করে স্ট্রিট ভিউতে ন্যাভিগেট করা যাবে। আপনাদের সুবিধার্থে মাউস এর মাধ্যমে সুবিধামত স্ট্রিট ভিউ ব্যবহার করতে পারবেন।

মোবাইলে স্ট্রিট ভিউ ব্যবহার করার নিয়ম

পাঠক বন্ধুরা অ্যান্ড্রয়েড ও আইফোনে গুগল ম্যাপস এর মাধ্যমে বেশ সহজেই Street View অ্যাকসেস করা যায়। অ্যান্ড্রয়েড ও আইফোনে Street View ব্যবহার করার জন্য আপনাদেরকে করতে হবেঃ

  • গুগল ম্যাপস অ্যাপে প্রবেশ করতে হবে। * সার্চ বক্সে পছন্দের এড্রেস টাইপ করতে হবে।
  • উক্ত স্থানের স্ট্রিট ভিউ রেকর্ড থাকলে প্লেসের নামের উপরে একটি টার্নওভার আইকনযুক্ত ছবি প্রিভিউ দেখতে পা‌ওয়া যাবে।
  • উক্ত আইকনযুক্ত ছবির প্রিভিউতে ট্যাপ করলে উক্ত স্থানের স্ট্রিট ভিউ আপনারা দেখতে পাবেন।

কিছু স্থানের ক্ষেত্রে এই স্ট্রিট ভিউ থাম্বনাইল আপনারা খুঁজে না ও পেতে পারেন। আবার কিছু স্থানে স্ট্রিট ভিউ হিসেবে শুধুমাত্র একটি সিন পাওয়া যায়, অর্থাৎ ইচ্ছামত ন্যাভিগেট করার সুযোগ থাকেনা।

বন্ধুরা কোনো স্থানের সম্পূর্ণ স্ট্রিট ভিউ রেকর্ড থাকলে ৩৬০ডিগ্রি স্ট্রিট ভিউ দেখা যায় ও ইচ্ছামত ন্যাভিগেট করা যায়।

স্ট্রিট ভিউ ওপেন হওয়ার পর নিজের ইচ্ছামত যেকোনো দিকে আপনারা সোয়াইপ করে ভিউ চেঞ্জ করতে পারবেন। এছাড়া যেকোনো ডিরেকশনে ডাবল ট্যাপ করে উক্ত ডিরেকশনে যাওয়া যাবে। আবার পিঞ্চ এর মাধ্যমে জুম ইন ও জুম আউট করা যাবে।

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x