সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি

সর্বশেষ সরকারি বিধি মোতাবেক বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ-এ শুন্য পদে “সহকারী প্রধান শিক্ষক” নিয়োগ করা হবে। আবেদনকারীকে ইনডেক্সধারী শিক্ষক হিসেবে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ০৯ মে ২০২২ ইং তারিখের মধ্যে সকল শিক্ষাগত যোগ্যতার মূল সদনের সত্যায়িত অনুলিপি, জাতীয় পরিচয়পত্র,অভিজ্ঞতার সনদ, প্রথম ও শেষ এমপিও কপি, নাগরিকত্ব সনদ, ৪কপি সত্যায়িত রঙিন ছবি এবং সোনালী ব্যাংক মিরপুর শাখার অনুকূলে ১০০০/= (এক হাজার) টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফটসহ আবেদনপত্রে মোবাইল নম্বর উল্লেখ পূর্বক সভাপতি, বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ, বিজিবি, মিরপুর, কুষ্টিয়া বরাবর আবেদন করতে হবে।

https://i0.wp.com/lh3.googleusercontent.com/-8grEW7E_YlQ/YkxKBUy_ttI/AAAAAAABXKk/I_ytanR2zTEdDDYv7qJyx1gubXIAyIsYACNcBGAsYHQ/s2222/bgpsckushtia.png?w=918&ssl=1

http://www.bgpsckushtia.edu.bd/

Rate this post

By Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.