সিলেট টু ব্রাহ্মণবাড়িয়া ট্রেনের সময়সূচী, ভাড়া ও ছুটির দিন

সিলেট টু ব্রাহ্মণবাড়িয়া ট্রেনের সময়সূচী: আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভাল আছেন আমিও আপনাদের দোয়ায় ভাল আছি। তাই আপনাদের সামনে আজ আরেকটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি আজকে আমি আপনাদের সিলেট টু ব্রাহ্মণবাড়িয়া ট্রেনের সময়সূচী টিকিটের দাম ট্রেন ট্রাকিং ছুটির দিনগুলো বিষয়ে জানাবো। চলুন আর ওই দিকে না গিয়ে মূল বিষয় নিয়ে আলোচনা করি। সিলেট টু ব্রাহ্মণবাড়িয়া ট্রেনের সময়সূচী বিস্তারিত আলোচনা করা হলে।
বাংলাদেশ রেলওয়ে কর্তৃক বিভিন্ন রুটে ট্রেনের ব্যবস্থা করানো হয়েছে। সিলেট টু ব্রাহ্মণবাড়িয়া ট্রেনের সময়সূচী 2023 অন্যান্য যানবাহন এর তুলনায় ট্রেনে যাতায়াত করা অনেক সুবিধা তাই আমি আমার নিয়মিত ভিজিটর দের এটাই পরামর্শ দিব যে আপনারা দূরবর্তী স্থানে ট্রেনেই যাতায়াত করবেন। বর্তমানে প্রযুক্তির প্রসারের যাতায়াতের ব্যবস্থা উন্নত মানের করা হয়েছে। বন্ধুরা আপনারা যদি ট্রেনে দূরবর্তী স্থানে যাতায়াত করতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই ট্রেনের সম্পর্কে সঠিক তথ্য গুলি ভালো করে জেনে নিতে হবে তা না হলে আপনারা ভোগান্তিতে পড়তে পারেন। আপনারা যদি সিলেট টু ব্রাহ্মণবাড়িয়া ট্রেনের সময়সূচী টিকিটের মূল্য ও ছুটির দিনগুলো সম্পর্কে জানতে ইচ্ছুক হন তাহলে আপনারা এই পোষ্টের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া টু সিলেট কথাগুলো পাবেন। চলুন এবার বিস্তারিত আলোচনা করা যাক।

সিলেট টু ব্রাহ্মণবাড়িয়া ট্রেনের সময়সূচী (আন্তঃনগর)

153 কিলোমিটার দূরত্বে সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়া দুইটি ট্রেন নিয়মিত চলাচল করে এছাড়া এই রেললাইনে মেইল এক্সপ্রেস চলাচল করে তবে মেইল এক্সপ্রেস গুলোর তুলনায় আন্তঃনগর এক্সপ্রেস গুলো অনেক ভালো এবং সুবিধাজনক। সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়ায় চলাচল করে যে দুইটি আন্তঃনগর এক্সপ্রেস সেটি হল:-
  1. পারাবত এক্সপ্রেস (৭১০)
  2. এবং জয়ন্তিকা এক্সপ্রেস (৭১৮) ট্রেন
প্রতি সপ্তাহের মঙ্গলবার পারাবত এক্সপ্রেস টি বন্ধ থাকে এবং জয়ন্তিকা এক্সপ্রেস বৃহস্পতিবার বন্ধ থাকে। আন্তঃনগর এক্সপ্রেস গুলোর বাহ্যিক ও অভ্যন্তরীণ অবস্থা অনেক উন্নত এবং সুবিধাজনক যা মেইল এক্সপ্রেস গুলোর তুলনায় অনেক বেশি। আন্তঃনগর এক্সপ্রেস গুলোর ভিতর যাত্রী সুবিধা, ব্রান্ড এর সীট, নামাজের জন্য আলাদা ব্যবস্থা ,ক্যান্টিন ,ঘুমানোর জন্য শীততাপ রুম এর ব্যবস্থা করা আছে। ঢাকা থেকে যে ট্রেনগুলো সিলেটের দিকে আসে তাদের জন্য একটি নির্দিষ্ট সময় আছে যা ব্রাহ্মণবাড়িয়া থেকে সিলেট এ ট্রেনগুলো মেইনটেইন করে চলে। সেই সময় গুলোর একটি শিডিউল তৈরি করে আমি আপনাদের সুবিধার জন্য নিচে দিয়ে দিচ্ছি যাতে আপনারা নির্দিষ্ট সময় গুলো জেনে নিতে পারেন।
ট্রেনের নাম ছুটির দিন ছাড়ায় সময় পৌছানোর সময়
পারাবত এক্সপ্রেস (৭১০) মঙ্গলবার ১৫ঃ৪৫ ২০ঃ৩০
জয়ন্তিকা এক্সপ্রেস (৭১৮) বৃহস্পতিবার ০৮ঃ৪০ ১৪ঃ১৬

সিলেট টু ব্রাহ্মণবাড়িয়া ট্রেনের সময়সূচী (মেইল এক্সপ্রেস)

সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়া রেল পথে পারাবত এব়ং জয়ন্তিকা এক্সপ্রেস ছাড়াও অন্যান্য মেইল এক্সপ্রেস ও চলে এই রেলপথে। এই মেইল এক্সপ্রেস এ ও যাত্রী সুবিধা অনেকটাই আছে। সুরমা মেইল এক্সপ্রেস ট্রেনটি প্রতি সপ্তাহেই সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়া রেল পথে যাতায়াত করে। এই এক্সপ্রেস টি প্রতি সপ্তাহে চলাচল করে এর কোনো বন্ধ নেই তাই আমি আপনাদেরকে এই মেইল এক্সপ্রেস সময়সূচীর তালিকা নিচে দিয়ে দিচ্ছি:-

ট্রেনের নাম ছুটির দিন ছাড়ায় সময় পৌছানোর সময়
সুরমা মেইল নাই ১৮ঃ৪৫ ০৪ঃ২৫

 

সিলেট টু ব্রাহ্মণবাড়িয়া টিকিটের মূল্য ( ভাড়া)

কোন দূরবর্তী স্থানে যাতায়াত করার পূর্বে অবশ্যই টিকিটের মূল্য জেনে নেওয়া উচিত কারণ বিভিন্ন আসনের জন্য বিভিন্ন মূল্য বা ভাড়া নির্দেশ করে থাকে যেকোনো গাড়ির সদস্যরা। কোথাও যাওয়ার আগে যেমন নিদৃষ্ট সময় জেনে নেওয়া উচিত তেমনি নির্দৃষ্ট ভাড়ায় সঠিক আসুন জেনে নেওয়া উচিত। তাই আমি আপনাদেরকে আন্তঃনগর এক্সপ্রেস ও মেইল এক্সপ্রেস গুলোর বিভিন্ন আসনের টিকিটের মূল্য নিচে সাজিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দের আসনটি নির্বাচন করে নিয়েন

আসন বিভাগ টিকেটের মূল্য (১৫%ভ্যাট)
শোভন ১৭৫ টাকা
শোভন চেয়ার ২০৫ টাকা
প্রথম সিট ২৭৫ টাকা
প্রথম বার্থ ৪১০ টাকা
স্নিগ্ধা ৩৯৭ টাকা
এসি সিট ৪৭২ টাকা
এসি বার্থ ৭০৮ টাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *