ঢাকা টু দাউদকান্দি বাস কাউন্টার মোবাইল নাম্বার, ভাড়ার তালিকা ও সময়সূচী

ঢাকা টু দাউদকান্দি বাস: সম্মানিত ভিউয়ার্স বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই ওয়েবসাইটে। হ্যা বন্ধুরা আজ আমি আপনাদের সামনে তুলে ধরেছি আপনাদের সবার পছন্দের পরিবহন দাউদকান্দি পরিবহন। বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে নিয়মিত চলাচল করে তবে বিশেষ করে ফেনী ও কুমিল্লাবাসীর কাছে বেশ জনপ্রিয় ও পরিচিত এই পরিবহন। এটি নিয়মিত ফেনী ও কুমিল্লার বিভিন্ন রুটে সার্ভিস প্রদান করে আসছে। এসি ও নন এসি উভয় সার্ভিস থাকায় ও ভ্রমণ আরামদায়ক এর জন্য অনেক বন্ধুরা গুগলে দাউদ কান্দি পরিবহন এর কাউন্টার নাম্বার ঠিকানা ভাড়া ‌সম্পর্কে জানতে চান।

তাই আজকে আমি সবার সুবিধার্থে ঢাকা টু দাউদকান্দি বাস এর সকল কাউন্টারের যোগাযোগ নাম্বার ঠিকানা ও ভাড়া সম্পর্কিত তথ্য এই আর্টিকেল এ সংযুক্ত আরব।যাতে খুব সহজেই আমাদের সম্মানিত ভিউয়ার্স বন্ধুরা খুঁজে পায় তাদের প্রয়োজনীয় তথ্য।

ঢাকা টু দাউদকান্দি বাস রুট সমূহ

সম্মানীয় ভিউয়ার্স আপনারা যদি পরিবহনের মাধ্যমে নিয়মিত ভ্রমণ করে থাকেন তাহলে অবশ্যই রুট গুলো সম্পর্কে জ্ঞান অর্জন করা ভালো । তাহলে আপনি সহজেই যেকোন কাউন্টার থেকে সহজেই টিকিট সংগ্রহ করতে পারবেন।
* চট্টগ্রাম থেকে গৌরীপুর থেকে দাউদকান্দি থেকে ফেনী থেকে কুমিল্লা
* দাউদকান্দি পরিবহনে সকল কাউন্টার লোকেশন ও মোবাইল নাম্বার

চট্টগ্রাম অঞ্চলের কাউন্টার

ভিউয়ার্স আপনারা যদি চট্টগ্রাম অঞ্চলের একজন যাত্রী হয়ে থাকেন তাহলে আপনারা চট্টগ্রামের যে কোন কাউন্টার থেকে টিকিট বুক করে এই পরিবহনের মাধ্যমে ভ্রমণ করতে পারবেন নিচে ‌কাউন্টার ঠিকানা ও মোবাইল নাম্বার.

কাউন্টার নাম ফোন
বড়পুল বাস ষ্টেশন কাউন্টার, চট্টগ্রাম জেলা শহর ফোনঃ 01963-622258, 01981-560175.
একে খান মোড় বাস কাউন্টার, চট্টগ্রাম জেলা শহর ফোনঃ 01833-004430
ভাটিয়ারি বাস ষ্টেশন কাউন্টার, চট্টগ্রাম জেলা ফোনঃ 01930-323782.
কুমিরা বাস ষ্টেশন কাউন্টার, চট্টগ্রাম জেলা ফোনঃ 01974-977275.
সিতাকুন্ড বাস ষ্টেশন কাউন্টার, চট্টগ্রাম জেলা ফোনঃ 01918-880371.
অলংকার মোড় বাস ষ্টেশন কাউন্টার, চট্টগ্রাম জেলা, ফোনঃ 01833-004431.
চট্টগ্রাম লাইন প্রতিনিধি,   মোঃ মোজাম্মেল: 01831-538315,অভিযোগ নাম্বার- 01732-574258.

কুমিল্লা অঞ্চলের কাউন্টার ঠিকানা ও মোবাইল নাম্বার

কাউন্টার নাম ফোন
গৌরীপুর বাস ষ্টেশন কাউন্টার, দাউদকান্দি, কুমিল্লা জেলা, ফোনঃ 01880-334624.
আমিরাবাদ বাস কাউন্টার, দাউদকান্দি, কুমিল্লা জেলা, ফোনঃ 01820-294230.
ইলিয়টগঞ্জ বাস ষ্টেশন কাউন্টার, দাউদকান্দি, কুমিল্লা জেলা, ফোনঃ 01876-433744.
কুটুম্বপুর বাস ষ্টেশন কাউন্টার, চান্দিনা, কুমিল্লা জেলা, ফোনঃ 01832-716245.
মাধাইয়া বাজার বাস কাউন্টার, চান্দিনা, কুমিল্লা জেলা, ফোনঃ 01876-485518.
চান্দিনা বাস ষ্টেশন কাউন্টার, চান্দিনা, কুমিল্লা জেলা, ফোনঃ 01880-334529.
কুমিল্লা ক্যান্টনমেন্ট কাউন্টার, কুমিল্লা, ফোনঃ 01744-833888.
কুমিল্লা লাইন প্রতিনিধি মোঃ হাবিব- 01819-649456, অভিযোগ নাম্বার- 01710-344247. 

পরিবহনের নির্দেশাবলী ও দৃষ্টি আকর্ষণ

প্রত্যক পরিবহনের কিছু না কিছু নির্দেশাবলী রয়েছে যা প্রত্যেক ছাত্রীকে মেনে চলতে হয়, সে রকমই এই পরিবহনের ও নির্দেশাবলী রয়েছে ।

  • কমপক্ষে 15 মিনিট পূর্বে যাত্রীদের কাউন্টার এ উপস্থিত হতে হবে।
  • গাড়িতে ভ্রমণের সময় কোন প্রকার অবৈধ অস্ত্র ও মাদক জাতীয় দ্রব্য সাথে বহন করা যাবে না
  • পাঁচ বছরের বেশি ছেলেমেয়েদের টিকিট সংগ্রহ করে ভ্রমণ করতে হবে
  • অপরিচিত কোন লোকের দ্বারা কোনো কিছু খাওয়া যাবেনা
  • কতৃপক্ষ অধিকার রাখে যন্ত্রে কোন ত্রুটি বা প্রাকৃতিক দুর্যোগের জন্য সময় পরিবর্তন করতে পারবেন পরিবহন ।
পরিশেষে বলা যায় এই পরিবহন একটি গুরুত্বপূর্ণ ও আরামপ্রদ পরিবহন চট্টগ্রাম ও কুমিল্লাবাসী গণ সহজেই পরিবহনের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে পারে।যাত্রীদের সুবিধার্থে পরিবহনটির ঠিকানা ও যোগাযোগ নাম্বার উল্লেখ করা হয়েছে।যাতে যাত্রীগণ সহজেই খুঁজে পান এবং মোবাইল নাম্বারে কল করে আগাম টিকিট বুক করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *