বাড়িতেই করুন গোল্ড ফেসিয়াল-সুপ্রিয় ভিজিটর বন্ধুরা আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে বাড়িতে গোল্ড ফেসিয়াল করবেন। বন্ধুরা হাজার হাজার টাকা খরচ করে গোল্ড ফেসিয়াল করা এবার বন্ধ করে দিন। কেমিক্যাল যুক্ত নানা প্রোডাক্ট স্কিনের জন্য কখনই ভালো না। বাড়িতে ট্রাই করতে পারেন ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি গোল্ড ফেসিয়াল। আপনাদের ত্বকের জন্য ভালো ও একগাদা টাকাও লাগবে না এই ফেসিয়ালে। নিচে গোল্ড ফেসিয়াল উপায় বিস্তারিত আলোচনা করা হলো:
প্রথমে কিঞ্জিং করাঃ
- বন্ধুরা গোল্ড ফেসিয়াল করার প্রথম স্টেপে ভালো করে কিঞ্জিং করে নিতে হবে।
- এক্ষেত্রে কিঞ্জার হিসেবে ব্যবহার করতে হবে -মিল্ক বা কাচা দুধ।
- কাচা দুধ তুলোতে নিয়ে ভালো করে ২ থেকে ৩ মিনিট মুখে ম্যাসাজ করতে হবে।
- ১০ মিনিট রেখে ঠাণ্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিতে হবে ভালো করে।
ধীরে ধীরে স্ক্রাবিং করাঃ
- বন্ধুরা গোল্ড ফেসিয়াল করার দ্বিতীয় স্টেপে ভালো করে স্ক্রাবিং করে নিতে হবে।
- ঘরে বসেই স্ক্রাবার বানিয়ে নিতে পারবেন। ১ চামচ চিনি, ১চামচ লেবুর রস, এক চামচ মধু।
- তিনিটি উপকরণ ভালো করে মিশিয়ে মুখে ৩ থেকে ৫ মিনিট ম্যাসাজ করতে হবে।
- ১০ মিনিট পর ঠাণ্ডা জলে মুখ ধুয়ে নিতে হবে।