বৃষ্টির সময় দোয়া কবুল হয় হাদিস

বৃষ্টির সময় দুআ কবুল হয়

জেনে নিন বৃষ্টির সময় পঠিতব্য দুআ
 
বৃষ্টির সময় দোয়া কবুল হয় হাদিস
বৃষ্টির সময় দোয়া কবুল হয় হাদিস


সহীহ আবু দাউদের ২৫৪০ নম্বর হাদীস থেকে জানা যায় বৃষ্টির সময় বান্দার দুআ কবুল হয়। তাই আসুন বৃষ্টির সময় আমরা বেশি বেশি দুআ করি। নিজেদের দুনিয়া ও আখিরাতের জন্য দুআ করি। কল্যানকর বৃষ্টির জন্য দুআ করি।
নবীজি (সা) বৃষ্টির সময় নিচের দুআটি করতেনঃ
اللَّهُمَّ صَيِّبًا نَافِعًا
অর্থঃ হে আল্লাহ্‌! মুষলধারায় কল্যাণকর বৃষ্টি দাও
(বুখারী ১০৩২)
বৃষ্টি দেখলে নবীজি (সাঃ) এ দুআটিও পড়তেনঃ
اللَّهُمَّ صَيِّبًا هَنِيئًا
অর্থঃ হে আল্লাহ! বরকতপূর্ণ ও সুমিষ্ট পানি দান করো
(আবু দাউদ ৫১৯৯)
পাশাপাশি বৃষ্টির পানি স্পর্শ করাও নবীজির (সা) সুন্নত। সুযোগ থাকলে মাঝে মাঝে নবীজির (সা) এই সুন্নতের উপর আমল করার নিয়তে বৃষ্টির পানি স্পর্শ করার চেষ্টা করতে পারি।
আনাস [রা.] বলেন, ‘আমরা রাসুলুল্লাহ [সা.] এর সঙ্গে থাকাকালে একবার বৃষ্টি নামল। রাসুলুল্লাহ [সা.] তখন তাঁর পরিধেয় (বস্ত্র) প্রসারিত করলেন, যাতে পানি তাকে স্পর্শ করতে পারে। আমরা বললাম, আপনি কেন এমন করলেন? তিনি বললেন, কারণ তা তার রবের কাছ থেকে মাত্রই এসেছে।’ [মুসলিম : ৮৯৮]

শেষ কথাঃ

আল্লাহ আমাদের সবাইকে সুন্নাহ এর অনুসরণ করার তাওফিক দান করুন। আমীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *