ফোন ট্রাক করে ফোন পাওয়ার উপায়। ফোন চুরি ঠেকাতে গুগলে নতুন ফিচার

অ্যাপলের আইফোনের মতো নতুন ফিচার আনছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল।  এই অন্তর্নির্মিত বৈশিষ্ট্যটি হারিয়ে যাওয়া বা চুরি হওয়া ফোন ট্র্যাক করার জন্য দরকারী।  গুগল প্লে স্টোরে ফাইন্ড মাই ডিভাইস নামে একটি অ্যাপ রয়েছে।  ফোনের নেট চালু থাকলেই এই অ্যাপ কাজ করে।  নেট বন্ধ থাকলে কাজ করে না।  এখন এই সমস্যা দূর করতে কাজ করেছে গুগল।

 

phone-track-kore-power-upay

 

এখন নেট বন্ধ থাকলেও ফোনের অবস্থান জানা যাবে।  গুগল তাই বলেছে।  একটি নতুন বৈশিষ্ট্য নিয়ে আসছে।  এই ফিচারটি পুরোপুরি চালু থাকলে ফোনের নেট চালু না করেও সার্চ পাওয়া যাবে।

ফোনের অবস্থান দেখতে

প্রথমে, অ্যাপটি ডাউনলোড করুন এবং সেই একই Google অ্যাকাউন্ট দিয়ে অ্যাপে সাইন ইন করুন যেখানে চুরি হওয়া ফোনটি লগ ইন করা হয়েছিল।  তাহলে অনেক অপশন আসবে।  এতে প্লে-সাউন্ড অপশন সিলেক্ট করতে হবে।  তারপর সিকিউর ডিভাইস অপশনে ক্লিক করে পিন, পাসওয়ার্ড বা স্ক্রিন লকের মাধ্যমে ফোনটিকে দূর থেকে লক করা যাবে।

Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *