৫ ফুট ২ ইঞ্চি সমান কত মিটার
৫ ফুট ২ ইঞ্চি সমান কত মিটার
কিভাবে ফুট এবং ইঞ্চি থেকে মিটার রূপান্তর করবেন
- ১ ফুট সমান ০.৩০৪৮ মিটার:
- ১ ফুট = ০.৩০৪৮ মিঃ
- ১ ইঞ্চি সমান ০.০২৫৪ মিটার:
- ১ ইঞ্চি = ০.০২৫৪ মিঃ
রেখা কাকে বলে? যার অসীম দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ ও বেধ নেই তাকে রেখা বলে। অসীম দৈর্ঘ্য বলতে বুঝায়, রেখার দৈর্ঘ্য উভয়দিকে অসীম পর্যন্ত ক্রমবর্ধমান। তাই রেখার কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই। এটি সোজা দৈর্ঘ্য বরাবর উভয়দিকে অসীম পর্যন্ত চলমান। রেখার কোনো প্রান্ত বিন্দু নেই বলে রেখাকে ইচ্ছামত উভয় দিক বরাবর বাড়ানো যায়। রেখার প্রকারভেদ রেখা…
লম্ব কাকে বলে? একটি সরলরেখার ওপর অপর একটি সরলরেখা দন্ডায়মান হবার ফলে যদি উৎপন্ন সন্নিহিত কোনদ্বয়ের মান সমান হয় অর্থাৎ ৯০° , তাহলে একটি সরলরেখাকে অপর সরলরেখাটির ওপর লম্ব বলা হয়। চিত্র – লম্ব চিত্রে AB⊥CD এর উপর লম্ব।
ভাগ কাকে বলে? একটি নির্দিষ্ট সংখ্যাকে অন্য একটি নির্দিষ্ট সংখ্যা দিয়ে সমান ভাবে বন্টন বা বিভাজন করার পদ্ধতিকে ভাগ বলে। গণিতে ভাগ করার প্রক্রিয়াকে ÷ বা / চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। ভাজ্য কাকে বলে? যে সংখ্যাকে একটি নির্দিষ্ট সংখ্যার উপর ভিত্তি করে সমান ভাগে ভাগ করা যায়, তাকে ভাজ্য বলে। গণিতে ভাজ্যকে লভ্যাংশ বা লব বলা হয়। ভাজক যেকোন ধরণের সংখ্যা হতে পারে। ভাজক কাকে বলে? যে নির্দিষ্ট সংখ্যা দিয়ে ভাজ্যকে সমান ভাগে বিভক্ত করা হয়, তাকে ভাজক বলে। গণিতে ভাজককে হর বলা হয়। ভাজক ভাজ্যকে ভাগ করে অবশিষ্ট কোনো সংখ্যা রাখতে পারে আবার না ও রাখতে পারে। সংখ্যা ১ (এক) কে সর্বজনীন ভাজক বলা হয়ে থাকে। কারণ, ১ দিয়ে যেকোন সংখ্যাকে ভাগ করা যায়। ভাগফল কাকে বলে? একটি সংখ্যাকে অন্য সংখ্যা দিয়ে ভাগ করলে যে ফল পাওয়া যায়, তাকে ভাগফল বলে। যখন ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করা হয় তখন ভাগফলের উদ্ভব হয়। ভাগশেষ কাকে বলে? ভাজক ভাজ্যকে সফলভাবে ভাগ করতে না পারলে যে অবশিষ্ট সংখ্যার সৃষ্টি হয়, তাকেই ভাগশেষ বলে। ভাজ্য, ভাজক,…
অক্ষর কাকে বলে? অক্ষর হচ্ছে বাগ্যন্ত্রের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছ। ইংরেজিতে আমরা যাকে সিলেবল বলে অভিহিত করি, তা-ই অক্ষর। যেমন—‘বন্ধন’ শব্দটিতে বন্ + ধন—এ দুটি অক্ষর আছে। সাধারণ অর্থে অক্ষর বলতে বর্ণ বা হরফ (Letter)-কে বোঝালেও অক্ষর ও বর্ণ পরস্পরের প্রতিশব্দ বা সমার্থক শব্দ নয়। বর্ণ বা হরফ হচ্ছে ধ্বনির লিখিত রূপ বা…
শতক ও শতাব্দের মধ্যে আসলেই কোনো পার্থক্য আছে কি না, আর থাকলেও সেটা কী ধরনের পার্থক্য, এ নিয়ে মতপার্থক্য আছে। তবে এই মতপার্থক্যের অবসান হওয়া প্রয়োজন। সে আশায় উত্তর দিচ্ছি। কোনো ভুলভ্রান্তি থাকলে অবশ্যই ধরিয়ে দেবেন। সংশোধন করে নেব। আমার মতে শতক ও শতাব্দের মধ্যে পার্থক্য আছে এবং থাকা উচিত। বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান…
মাধ্যমিক উপাত্ত কি? অনুসন্ধানকারী যখন নিজের প্রয়োজনে অন্যের সংগৃহীত উপাত্ত ব্যবহার করেন তখন তাকে মাধ্যমিক উপাত্ত বলে।