5 ফুট 3 ইঞ্চি সমান কত সেন্টিমিটার
আপনারা অনেকেই 5 ফুট 3 ইঞ্চি সমান কত সেন্টিমিটার এই কিওয়ার্ডটি লিখে গুগলে সার্চ করতেছেন । কিন্ত মনের মতো ৫ ফুট ৩ ইঞ্চি সমান কত সেন্টিমিটার প্রশ্নের উত্তরটি পাচ্ছেন না । আজ আমি আপনাদেরকে বলে দেব 5 ফুট 3 ইঞ্চি সমান কত সেন্টিমিটার ।
আমরা জানি, ১ ইঞ্চি সমান ২.৫৪ সেন্টিমিটার (প্রায়) এবং ১ ফুট সমান ১২ ইঞ্চি । তাহলে, 5 ফুট 3 ইঞ্চি সমান কত সেন্টিমিটার হবে তা আপনারা নিজেরাই এখন গুণ করে বের করে ফেলতে পারবেন । আমি নিচে দেখিয়ে দিচ্ছি ।
৫ ফুট সমান, ৫x১২=৬০ ইঞ্চি
উপরে আমরা পেলাম ৫ ফুট সমান ৬০ ইঞ্চি, প্রশ্নে আরো ৩ ইঞ্চির কথা উল্লেখ রয়েছে, তাহলে যোগ করে হয় ৬০+৩=৬৩ ইঞ্চি ।
এখানে, ৬৩x২.৫৪= ১৬০.০২ সেন্টিমিটার (প্রায়) । আশা করি বোঝতে পেরেছেন ।
5 ফুট 3 ইঞ্চি সমান কত সেন্টিমিটার
5 ফুট 3 ইঞ্চি সমান 160.02 সেন্টিমিটার (প্রায়)
শেষ কথাঃ
আমি আপনাদের সাথে 5 ফুট 3 ইঞ্চি সমান কত সেন্টিমিটার প্রাক্টিক্যালি বোঝানোর চেষ্টা করেছি । আশা করি আপনি বোঝতে পেরেছেন । আপনি যদি এই আর্টিকেলের মাধ্যমে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জনাবেন । এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ।