নিরীক্ষা ও অন্যান্য নিশ্চয়তা সেবা সমূহের চাহিদা

০১. নিরীক্ষা কী? (What is audit?)
উত্তর : সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে জড়িত নয় এমন কোনো তৃতীয় যোগ্য ব্যক্তির দ্বারা প্রতিষ্ঠানের সংরক্ষিত হিসাব বইগুলোর শুদ্ধতা যাচাই করার নামই হচ্ছে । নিরীক্ষা বা Audit.

০২. ‘অডিট’ শব্দটি কোন শব্দ হতে উৎপত্তি হয়েছে? (From what word does the term audit originate?)
উত্তর : নিরীক্ষার ইংরেজি শব্দ হচ্ছে ‘Audit’ যা ল্যাটিন শব্দ ‘Audire’ থেকে উৎপত্তি হয়েছে।

০৩. নিরীক্ষা প্রক্রিয়ায় কয়টি বিষয় জড়িত? (How many issues are involved in the audit process?)
উত্তর : নিরীক্ষা প্রক্রিয়ায় ৫টি বিষয় জড়িত।

০৪. নিরীক্ষক কি হিসাবরক্ষক? (Is auditor an account?)
উত্তর : নিরীক্ষক হিসাবরক্ষক নয়।

০৫. GAAP-এর পূর্ণরূপ কী? (What is the full form of GAAP?)
উত্তর : GAAP-এর পূর্ণরূপ হলো— Generally Accepted Accounting Principles.

০৬. BSA এর পূর্ণরূপ লেখ। (Write the full form of BSA.)
উত্তর : BSA এর পূর্ণরূপ হলো— Bangladesh Standards on Auditing.

০৭. ISA-এর পূর্ণরূপ কী? (What is the full form of ISA ? )

উত্তর : ISA-এর পূর্ণরূপ হলো— International Standards
Qon Auditing.

০৮. IAS-এর পূর্ণরূপ কী? (What is the full form of IAS?)

উত্তর : IAS-এর পূর্ণরূপ হলো— International Accounting Standards.

০৯. IASB এর পূর্ণরূপ কী? (ElaborateI ASB.)

উত্তর : IASB এর পূর্ণরূপ হলো International Accounting Standards Board.

১০. IRS-এর পূর্ণরূপ কী? (What is the full form of IRS?) উত্তর : IRS-এর পূর্ণরূপ হলো— International Report Standards.

১১. GAAS-এর পূর্ণরূপ কী? (What is the full form of GAAS?)
উত্তর : GAAS-এর পূর্ণরূপ হলো- Generally Accepted Auditing Standard.

১২. বাংলাদেশে একমাত্র কস্ট এন্ড ম্যানেজমেন্ট এ্যাকাউন্ট্যান্টস সনদ প্রদানকারী প্রতিষ্ঠান কোনটি? (Which is the only cost and management accountants company in উত্তর : The Institute of Cost and Management

১৩. Accountants of Bangladesh (ICMAB). FASB-এর পূর্ণরূপ কী? (What is the full form of FASB?)
উত্তর : FASB-এর পূর্ণরূপ হলো—– Financial Accounting
Standard Board.

১৪. পরিচালনাগত নিরীক্ষা কত ধরনের? (How many types of operating audit?)
উত্তর : পরিচালনাগত নিরীক্ষা তিন প্রকার।
যথা : ১. কার্যকারিতামূলক, ২. সাংগঠনিক ও ৩. বিশেষ নির্ধারিত কাজ।

১৫. বিধিবদ্ধ নিরীক্ষা বলতে কী বুঝায়? (What is meant by statutory audit?) অথবা, বিধিবদ্ধ নিরীক্ষা কী?

উত্তর : সাধারণ আইন অথবা বিশেষ আইন অনুসারে গঠিত প্রতিষ্ঠানের বাধ্যতামূলক হিসাব পরীক্ষার ব্যবস্থাকে বিধিবদ্ধ নিরীক্ষা বলে।

১৬. অন্তর্বর্তীকালীন নিরীক্ষা কী? (What is interim audit?) উত্তর : বিশেষ উদ্দেশ্যে আর্থিক হিসাবকাল বা বছরের মধ্যবর্তী কোনো সময়ে প্রতিষ্টানের হিসাবপত্র পরীক্সা করাকে অন্তবর্তীকালীন নিরীক্ষা বলে ।

১৭. বিধিবদ্ধ নিরীক্ষক এর সংজ্ঞা দাও। (Give the definition
of statutory auditor?)
উত্তর : সিএ (CA) সনদধারী হিসাববিজ্ঞানীকে বিধিবদ্ধ নিরীক্ষক বলা হয়।

১৮. নিরীক্ষকের বিধিবদ্ধ যোগ্যতা কী? (What is the statutory qualification of the auditor?)

উত্তরঃ নিরীক্ষকের বিধিবদ্ধ যোগ্যতা হলো সিএ (CA) সনদধারী হিসাববিজ্ঞানী ।

১৯. সামাজিক নিরীক্ষা কাকে বলে? (What is social audit? উত্তর : কোনো প্রতিষ্ঠান সমাজের জন্য কতটুকু গুরুদায়িত্ব পালন করছে বা সমাজের পরিবেশের ক্ষতিকারক কোনো কাজের সঙ্গে জড়িত কি না তার পর্যবেক্ষণ করাকে সামাজিক নিরীক্ষা বলে ।

২০. ITP-এর পূর্ণরূপ কী? (What is the full form of ITP?) উত্তর : ITP-এর পূর্ণরূপ হলো— Income Tax Practitioner.

২১. CPA-এর পূর্ণরূপ কী? (What is the full form of CPA?) উত্তর : CPA-এর পূর্ণরূপ হলো— Certified Public Accountants.

২২. FCA-এর পূর্ণরূপ কী? (What is the full form of FCA?) উত্তর : FCA-এর পূর্ণরূপ হলো— Fellow of Chartered Accountants.

২৩: IAASB-এর পূর্ণরূপ কী? (What is the full form of IAASB?)
উত্তর : IAASB-এর পূর্ণরূপ হলো— International & Assurance Standard Board.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *