Banking

রকেট একাউন্ট চেক । রকেট একাউন্ট এর ব্যালেন্স দেখার নিয়ম

1 min read

আসসালামু আলাইকুম প্রিয় পাঠক এবং পাঠিকা । আপনাদের সবাইকে Nagorik Voice এর পক্ষ থেকে জানাই সুস্বাগতম । আজ আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে রকেট একাউন্ট চেক করতে হয় তা নিয়ে ।

ইতিমধ্যে , আপনারা অনেকেই অলরেডি গুগলে সার্চ করতেছেন, কিভাবে রকেট একাউন্ট চেক করা যায়, রকেট একাউন্ট দেখার নিয়মরকেট একাউন্ট কোড ইত্যাদি লিখে । আজকের এই আর্টিকেলে মূলত আমি এইসব বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ ।

রকেট কোড দিয়ে একাউন্ট চেক

রকেট একাউন্ট চেক । রকেট একাউন্ট এর ব্যালেন্স দেখার নিয়ম

পদ্ধতি ১:- প্রথমে আপনি আপনার মোবাইল থেকে ডায়াল অপশনে চলে যান । তারপর ওপরে ছবিতে দেখানো ডায়াল কোডে *৩২২# কোডটি ডায়াল করুন ।

রকেট একাউন্ট চেক । রকেট একাউন্ট এর ব্যালেন্স দেখার নিয়ম

পদ্ধতি ২:- কোডটি ডায়াল করার পর ওপরে ছবিতে দেখানো যে পেইজটি দেখতে পাচ্ছেন ঠিক সেরকম পেইজ আপনার ফোনেও চলে আসবে । তারপর সেখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ৫ নাম্বার অপশনে My Acc লেখা আছে । সেখান থেকে Select Your Option লেখা আছে । সেখান থেকে ৫ লিখে Send বাটনে ক্লিক করুন ।

রকেট একাউন্ট চেক । রকেট একাউন্ট এর ব্যালেন্স দেখার নিয়ম

পদ্ধতি ৩:- Send বাটনে ক্লিক করার পর আপনার সামনে ঠিক ওপরে দেখানো ছবির মতো চলে অনেকগুলো অপশন চলে আসবে । সেখান থেকে দেখুন ১ নাম্বার অপশনে Balance নামে একটি অপশন রয়েছে । তারপর Select Your Option এর নিচে ১ লিখে Send বাটনে ক্লিক করুন ।

রকেট একাউন্ট চেক । রকেট একাউন্ট এর ব্যালেন্স দেখার নিয়ম

পদ্ধতি ৪:- Send বাটনে ক্লিক করার পর আপনার কাছে ৪ ডিজিটের গোপন পিন নাম্বারটি চাইবে । আপনি পিন নাম্বারটি লিখে পুনরায় Send বাটনে ক্লিক করুন ।

রকেট একাউন্ট চেক । রকেট একাউন্ট এর ব্যালেন্স দেখার নিয়ম

পদ্ধতি ৫:- Send বাটনে ক্লিক করার পর আপনার সামনে ওপরের দেখানো ছবির মতো পেইজটি চলে আসবে । সেখানে আপনার কাঙ্খিত রকেট একাউন্ট ব্যালেন্স দেখতে পারবেন ।

উপরে দেখানো ৫ টি পদ্ধতি ছিল রকেট কোড এর মাধ্যমে রকেট একাউন্ট দেখার নিয়ম ।

অ্যাপ দিয়ে রকেট একাউন্ট চেক করার নিয়ম

রকেট একাউন্ট চেক । রকেট একাউন্ট এর ব্যালেন্স দেখার নিয়ম

পদ্ধতি ১:- প্রথমে আপনার রকেট অ্যাপটি ওপেন করুন । তারপর ওপরে ছবিতে দেখানো পেইজের মতো করে আপনার অ্যাপটি ওপেন হবে । তারপর যে নাম্বারে আপনার রকেট একাউন্ট করা সেই নাম্বারটি দিন । তারপর গোপন চার ডিজিটের পিন নাম্বারটি দিন । তারপর Log In বাটনে ক্লিক করুন ।

 

রকেট একাউন্ট চেক । রকেট একাউন্ট এর ব্যালেন্স দেখার নিয়ম


 

পদ্ধতি ২:- Log In বাটনে ক্লিক করার পর আপনার সামনে ওপরে দেখানো পেইজটি ওপেন হবে । তারপর একদম ওপরে ডান পাশে Tap for Balance এ ক্লিক করুন ।

 

রকেট একাউন্ট চেক । রকেট একাউন্ট এর ব্যালেন্স দেখার নিয়ম

পদ্ধতি ৩:- Tap for Balance এ ক্লিক করার পর আপনার কাঙ্খিত রকেট একাউন্ট ব্যালেন্স দেখতে পারবেন ।

শেষ কথাঃ

প্রিয় পাঠক এবং পাঠিকা, এই ছিল রকেট একাউন্ট এর ব্যালেন্স দেখার দুটি নিয়ম । আপনারা চাইলে যেকোনো একটি নিয়ম কিংবা দুটি নিয়ম-ই অনুসরণ করে রকেট একাউন্ট চেক করতে পারবেন ।

এই আর্টিকেলটি পড়ে যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না । আপনার জন্য শুভ কামনা রইলো । ভাল থাকবেন । আল্লাহ্ হাফেজ ।

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x