ঢাকা থেকে উত্তরবঙ্গের ট্রেনের সময়সূচি

ঢাকা থেকে উত্তরবঙ্গের ট্রেনের সময়সূচি ২০২৩
ঢাকা থেকে উত্তরবঙ্গের ট্রেনের সময়সূচি
ঢাকা থেকে উত্তরবঙ্গের ট্রেনের সময়সূচি ২০২৩ (সকল ট্রেন) সম্পর্কে আমাদের আজকের আলোচনা। উত্তরবঙ্গের ট্রেন বলতে যেগুলোকে বোঝায় তা হল একতা এক্সপ্রেস,  লালমনি এক্সপ্রেস,  দ্রুতযান এক্সপ্রেস,  পদ্মা এক্সপ্রেস,  নীলসাগর এক্সপ্রেস,  ধুমকেতু এক্সপ্রেস,  রংপুর এক্সপ্রেস ,  সিরাজগঞ্জ এক্সপ্রেস। এ সকল ট্রেনের সময়সূচী সম্পর্কে নিচে একটি টেবিল দেয়া হলো এটা থেকে আপনারা জেনে নিতে পারবেন যে কখন কোন ট্রেন ছাড়বে।
ঢাকা থেকে উত্তরবঙ্গের ট্রেনের সময়সূচি  2023 সম্পর্কে তো জানবই তার আগে আরো কিছু বিষয় কথা বলে নেই। বর্তমানে বাংলাদেশ রেলওয়েতে উন্নত মানের বিলাসবহুল ট্রেন সংযুক্ত হওয়ার ফলে উত্তরবঙ্গের যাত্রীদের ট্রেন যাতায়াতে অনেক স্বস্তি ফিরেছে। উপরে বর্ণিত এক্সপ্রেস ট্রেনগুলো আগের তুলনায় অনেক বেশি উন্নত মানের এবং আরামদায়ক বটে। তাই যারা বাসে ভ্রমণ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না তাদের জন্য বিকল্প হিসেবে এই বিলাসবহুল ট্রেনগুলো পছন্দের প্রথম সারিতে রাখতে পারেন।
পছন্দের এই ট্রেনগুলোতে যেমন আরামদায়ক সিটের পাশাপাশি অন্যান্য সুযোগ-সুবিধা রয়েছে ঠিক তেমনি ভাবে নিরাপত্তার দিক দিয়েও আগের চেয়ে অনেক বেশি নিশ্চয়তা বৃদ্ধি করা হয়েছে। তাই আরামদায়ক এবং স্বস্তিদায়ক ভ্রমণের জন্য এই বিলাসবহুল ট্রেনগুলোকে পছন্দের প্রথম সারিতে রাখতে পারেন। এছাড়া বাসভ্রমণে যেহেতু ভাড়ার পরিমাণটা অনেক বেশি সে দিক থেকে আর্থিকভাবে লাভবান হতে চাইলেও ট্রেন ভ্রমণ অবশ্যই ভালো।
ঢাকা থেকে উত্তরবঙ্গে ট্রেনের সময়সূচী 2023 আপনাদের জন্য উপস্থাপন করেছি যাতে করে আপনারা ট্রেন ভ্রমণ এর পূর্বে এই ট্রেনের সময়সূচি গুলো জেনে নিতে পারেন।

 ঢাকা থেকে উত্তরবঙ্গের ট্রেনের সময়সূচি ২০২৩

ক্র:নং- ট্রেনের নাম        প্রারম্ভিক ষ্টেশন  ছাড়ার সময় গন্তব্য ষ্টেশন  পৌঁছার সময় সাপ্তাহিক বন্ধ
1 ধুমকেতু এক্সপ্রেস                   ঢাকা:০০ রাজশাহী১১:৪০        শানিবার
2 সুন্দরবন এক্সপ্রেস                               ঢাকা:২০ খুলনা১৫:৪০ বুধবার
3 সিরাজগঞ্জ এক্সপ্রেস                           ঢাকা১৭:০০ সিরাজগঞ্জ বাজার২১:১৫ শনিবার
4 নীলসাগর এক্সপ্রেস                            ঢাকা:০০ চিলাহাটি১৭:৪৫ সোমবার
5 রংপুর এক্সপ্রেস                                   ঢাকা:০০ রংপুর১৯:০০ রবিবার
6 একতা এক্সপ্রেস                                  ঢাকা১০:০০ দিনাজপুর১৮:৫০ মঙ্গলবার
7 সিল্কসিটি এক্সপ্রেস                             ঢাকা১৪:৪০ রাজশাহী২১:০৫ রবিবার
8 চিত্রা এক্সপ্রেস             ঢাকা১৯:০০   খুলনা০৩:৫০ সোমবার
9 দ্রুতযান এক্সপ্রেস                   ঢাকা২০:০০ দিনাজপুর০৪:৪০      বুধবার
10 লালমনি এক্সপ্রেস                   ঢাকা২২:১০ লালমনিরহাট:২০   শুক্রবার
11 পদ্মা এক্সপ্রেস                          ঢাকা২৩:১০ রাজশাহী০৪:৪০ মঙ্গলবার
12 রাজশাহী এক্সপ্রেস                  ঢাকা১১:২০ চাঁপাইনবাবগঞ্জ২১:৪৫           

ঢাকা টু উত্তরবঙ্গ ট্রেনের টিকিটের দাম

প্রেমের সাধারণত কয়েক ধরনের সিট থাকে। শ্রেণীভেদে টিকেটের দামের তারতম রয়েছে। তবে সাধারণ একটা ধারণা পাওয়ার জন্য নিচে ঢাকা টু উত্তরবঙ্গ ট্রেনের টিকিটের দামের একটি সম্ভাব্য তালিকা প্রণয়ন করা হলো। ট্রেনে সাধারণত শোভন, শোভন চেয়ার, স্নিগ্ধা, এবং এসি সিট রয়েছে এদের প্রত্যেকটা শ্রেণীর আলাদা আলাদা ভাড়া ধার্য করা হয়েছে। এছাড়া যদি কেবিন ভাড়া করতে চান সে ক্ষেত্রেও ভাড়ার ভিন্নতা হতে পারে। তাই এখানে নির্দিষ্ট করে না বলে আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য একটি তালিকা দেওয়া হল।

 

আসন বিভাগ টিকেটের মূল্য (১৫% ভ্যাট)
শোভন ৩৯০ টাকা
শোভন চেয়ার ৪৬৫ টাকা
স্নিগ্ধা ৬২০ টাকা
এসি সিট ৯৩০ টাকা

 

আমাদের আজকের পোষ্টের মূল আলোচনার বিষয় ছিল ঢাকা থেকে উত্তরবঙ্গের ট্রেনের সময়সূচি । ইতিমধ্যে আপনারা ঢাকা থেকে উত্তরবঙ্গের ট্রেনের সময়সূচি  ২০২৩ সম্পর্কে একটি সুচি পেয়েছেন। এখানে উত্তরবঙ্গের সকল ট্রেনের সময়সূচী দেওয়া রয়েছে।

ঢাকা থেকে উত্তরবঙ্গের ট্রেনের সময়সূচি ২০২৩

ঢাকা থেকে উত্তরবঙ্গের ট্রেনের সময়সূচি ২০২৩ এর আপডেট তথ্য পাওয়ার জন্য সবচেয়ে বিশ্বস্ত উপায় হচ্ছে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট ভিজিট করা। তবে sorolmanus.com ব্লগের পাঠকদের জন্য আমরা বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই তথ্যগুলো সংগ্রহ করে উপস্থাপন করেছি। তাই ঢাকা থেকে উত্তরবঙ্গের ট্রেনের সময়সূচি ২০২৩ এর আপডেট তথ্যটি আপনাদের কাজে লাগবে আশা করছি। সেইসঙ্গে ঢাকা থেকে উত্তরবঙ্গে ট্রেনের সময়সূচির আনুমানিক ভাড়ার তালিকা ও আপনাদেরকে দিয়ে দিয়েছি।

ট্রেন ভ্রমণের ক্ষেত্রে কিছু সতর্কতা

আপনার ড্রেন ভ্রমণ হোক নিরাপদ এবং আরামদায়ক। ট্রেন ভ্রমণের ক্ষেত্রে কিছু সর্তকতা অবশ্যই অবলম্বন করতে হবে।
  • নির্ধারিত সময়ের একটু আগেই ট্রেন স্টেশনে উপস্থিত থাকুন। কারণ অনেক সময় ট্রেন আসতে দেরি হয় অথবা নির্ধারিত সময় চলে আসে।
  • ট্রেন ভবনের আগে অতিরিক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকুন।
  • প্রয়োজন হলে জরুরী ঔষধপত্র যেমন প্যারাসিটামল, গ্যাস্টিকের ঔষধ, শ্বাসকষ্ট থাকলে ইনহেলার ইত্যাদির সঙ্গে নিয়ে নিন।
  • টাকা পয়সা শুধুমাত্র একটি পার্চে অথবা মানিব্যাগের না রেখে বিভিন্ন জায়গায় রাখুন। কারণ বাংলাদেশ রেলওয়ের ট্রেনগুলোতে পকেটমার আপনার ক্ষতি করতে পারে যেকোনো সময়।
  • ট্রেনে চলাচলের সুবিধার জন্য হাই হিল অথবা সত্য জুতা পরা থেকে বেরোতে থাকেন।
  • ট্রেন স্টেশনে খাবারের দাম বেশি হয় তাই চেষ্টা করুন নিজেই বাড়ি থেকে খাবার তৈরি করে নিয়ে যাওয়ার জন্য।
  • ট্রেনে ওঠার সময় হুড়োহুড়ি করে ট্রেনে উঠতে হলে সাবধান থাকুন যেন আপনার পকেট থেকে কোন কিছু খয়ে না যায়।
  • যদি আপনার সঙ্গে শিশু থাকে তাহলে অবশ্যই তাকে সতর্কতার সঙ্গে রাখুন।
  • ব্যাগে অথবা লাগে যে আপনার ঠিকানা লিখে রাখুন তাহলে যদি সেটি হারিয়ে যায় হয়তো বা সেটা ফিরে পেতেও পারেন।
  • অতিরিক্ত সতর্কতা হিসেবে সঙ্গে জাতীয় পরিচয় পত্র করোনা টিকা রাখুন কারণ আপনি যেখানে যাচ্ছেন হয়তো সেখানে এই ডকুমেন্টগুলো প্রয়োজন হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *