National University

পরিক্ষার ফলাফলের উপর ভিত্তি করে বৃত্তি পাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

1 min read

অনার্স ও ডিগ্রির ফলাফলের ভিত্তিতে বৃত্তি পাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। স্নাতক (সম্মান) ও স্নাতক (পাশ) পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ২০২১-২০২২ অর্থবছরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি প্রদান করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং-৩৭.০০.০০০০,০৭১.০৮,০০১.০৫-১৯২, তারিখ: ০৪/০২/২০১৬ মােতাবেক রাজস্ব খাতভূক্ত বৃত্তির সংখ্যা/কোটা ও টাকার পরিমাণ পুন:নির্ধারণ সংক্রান্ত আদেশের প্রেক্ষিতে নিয়ে উল্লিখিত সংখ্যা ও হার মােতাবেক স্নাতক (সম্মান) ও স্নাতক (পাশ) পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ২০২১-২০২২ অর্থবছরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের “মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তির” কোটা বন্টন করা হয়েছে।

অনার্স পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তির কোটা বন্টনের ক্ষেত্রে মেধাবৃত্তির সংখ্যা ১৮ বৃত্তির হার (মাসিক) ১১২৫ এককালীন অনুদান (বাৎসরিক) ১৮০০ বৃত্তির মেয়াদকাল ১ বছর, সাধারণ বৃত্তি ৩৭৫ বৃত্তির হার (মাসিক) ৪৫০ এককালীন অনুদান (বাৎসরিক) ৯০০ বৃত্তির মেয়াদকাল ১ বছর।

ডিগ্রীর শিক্ষার্থীদের ক্ষেত্রে মেধাবৃত্তির সংখ্যা ৯ বৃত্তির হার (মাসিক) ১০৫০ এককালীন অনুদান (বাৎসরিক) ১৮০০ বৃত্তির মেয়াদকাল ২ বছর, সাধারণ বৃত্তি ৩০০ বৃত্তির হার (মাসিক) ৩৭৫ এককালীন অনুদান (বাৎসরিক) ৬০০ বৃত্তির মেয়াদকাল ২ বছর।

অনার্স ও ডিগ্রির ফলাফলের ভিত্তিতে বৃত্তি প্রাপ্তির শর্তাবলী :

• জাতীয় মেধার ভিত্তিতে বৃত্তি প্রাপ্তদের তালিকা প্রস্তুত করতে হবে।

• বৃত্তির তালিকা প্রস্তুতের ক্ষেত্রে শিক্ষার্থী অনুপাতে মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তির ৫০% হাত্র এবং ৫০% ছাত্রী হিসেবে বন্টিত হবে। তবে যােগ্য ছাত্রী না পাওয়া গেলে যােগ্য ছাত্র কে সম্পূরক বৃত্তি দেয়া যাবে।

• বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী উচ্চতর শ্রেণিতে অধ্যয়নের জন্য ভর্তি হলেই কেবল বৃত্তি ভােগের যােগ্য হবেন।

• বৃত্তির নীতিমালা অনুসরণ করে উল্লিখিত বণ্টন মােতাবেক আগামী ০৭/০৪/২০২২ তারিখের মধ্যে বৃত্তির গেজেট প্রকাশ পূর্বক গেজেটের হার্ডকপির ০১ (এক) সেট সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে, ০১ (এক)সেট মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা বরাবর প্রেরণ এবং গেজেটের সফট কপি ই-মেইলে ( dshe.stipend@gmail.com ) এ প্রেরণ করতে হবে৷

বৃত্তির তথ্য এন্ট্রি দেয়ার সময়সীমা : ১২/०8/২০২২ খ্রি, থেকে ২০/০৪/২০২২ খ্রি., পর্যন্ত।

তথ্য পুরণ এর জনা লিংক নিম়রূপ :

• DSHE Scholarship MIS এর URL লিংক: hspbd.com/HSP-MIS/login

• বিকল্প লিংক : scholarship.dshe.gov.bd/DSHE-MIS/লগিন

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি প্রদান সংক্রান্ত বিজ্ঞপ্তি ২০২২

 

সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক MIS সফটওয়ারে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীর (গেজেটে প্রকাশিত) তথ্য এন্ট্রির ক্ষেত্রে নিম্নোক্ত নির্দেশনাবলী অনুসরণীয়

• বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী নিয়মিত অধ্যয়নরত রয়েছে নিশ্চিত হয়ে তথ্য এন্ট্রি করা;

• পাঠ বিরতিধারী শিক্ষার্থীদের ক্ষেত্রে মাধ্যমিক ম ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বৃত্তি নিয়মিতকরণের আদেশ ব্যতীত তথ্য এন্টি না দেয়া;

• বাংলাদেশের অনলাইন সুবিধাসম্পন্ন তফসীলভুক্ত ব্যাংকে শিক্ষার্থীর নিজ নামে ব্যাংক হিসাব খুলতে হবে;

• শিক্ষার্থীর একক বা যৌথ নামের একাউন্ট নম্বর ব্যতিত পিতা/মাতা/অন্য কারও ব্যাংক হিসাব প্রদান করা যাবে না;

• শিক্ষার্থীর নাম ও অনলাইন ব্যাংক হিসাবের নাম অভিন্ন হতে হবে;

•অনলাইন ব্যাংক হিসাব নম্বর অবশ্যই ১৩-১৭ ডিজিটের মধ্যে হতে হবে এবং সঠিক ও নির্ভুলভাবে পূরণ করতে হবে;

• বিকাশ, শিউর ক্যাশ নগদসহ এ ধরণের কোন এজেন্ট ব্যাংকের হিসাব নম্বর প্রদান না করা;

• শিক্ষার্থীর সর্বশেষ পরীক্ষার নাম ও সাল, রেজিষ্ট্রেশন নম্বর, প্রাপ্ত জিপিএ সঠিকভাবে পূরণ করতে হবে;

• শিক্ষার্থীর ব্যাংক হিসাব নম্বর, ব্যাংক ও শাখার নাম, রাউটিং নম্বর সঠিকভাবে পূরণ করতে হবে;

• তথ্য প্রেরণের ক্ষেত্রে ভুল বা অনিয়ম পরিলক্ষিত হলে প্রতিষ্ঠান প্রধানদায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দায়ী থাকবেন;

• শিক্ষার্থীর প্রদত্ত ব্যাংক হিসাবটি অবশ্যই সচল (Active) থাকতে হবে;

এই বৃত্তির ব্যয় চলতি (২০২১-২০২২) অর্থ বছরের রাজস্ব বাজেটের “১২৫০২০১-১০৮৭৬২-৩৮২১১১৭” বৃত্তি/মেধাবৃত্তি খাত হতে নির্বাহ করা হবে এবং প্রকাশিত বৃত্তির গেজেটে উল্লিখিত খাত/কোড নম্বর সঠিকভাবে মুদ্রণ করতে হবে।

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x