Top List

বাংলাদেশের সেরা নিউরোলজিস্ট ডাক্তার

1 min read

বাংলাদেশের সেরা নিউরোলজিস্ট ডাক্তার

আসসালামু আলাইকুম প্রিয় পাঠক আশা করছি আপনারা অনেক ভালো আছেন। ভাল আছেন আজ আপনার বাংলাদেশের  সেরা নিউরোলজিস্ট ডাক্তার সম্পর্কে আলোচনা করব। আপনারা যদি এই বিষয়ে জানার আগ্রহ থাকেন তাহলে আপনারা অবশ্যই আমাদের আর্টিকেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক।

আপনি কি বাংলাদেশের সেরা নিউরোলজিস্ট ডাক্তার তালিকা অনুসরণ করছেন। এই অনুচ্ছেদে আমরা বাংলাদেশের সেরা নিউরোলজিস্ট ডাক্তার এর ঠিকানা এবং ফোন নাম্বার আপনাদের সাথে শেয়ার করব। আমরা এই অনুষ্ঠানে বাংলাদেশের সেরা নিউরোলজিস্ট ডাক্তারের তালিকা এবং দেখা করার জন্য সময় নিউরোলজিস্ট ডাক্তারের ঠিকানা অগ্রিম সিরিয়াল বুকিং দেওয়ার যাবতীয় তথ্য আপনাদের বাংলাদেশের সেরা নিউরোলজিস্ট ডাক্তারজানিয়ে দেব। তাই বাংলাদেশের ডাক্তারের তালিকা জানার জন্য আমরা এই আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়তে হবে।

স্নায়ুতন্ত্র গঠন এবং কাজের একক নিউটন বলা হয়ে থাকে। নিউরন আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। আমি তো পুরো শরীর  অঙ্গ-প্রত্যঙ্গ আছে সবকিছু নিউরন এর মাধ্যমে একটি সাথে আরেকটি সংযুক্ত থাকে। মস্তিষ্কের নিউরন অবস্থিত যাকে আমাদের প্রাণকেন্দ্র বলা হয়ে থাকে। আমাদের আবেগ, অনুভূতি, ভালোলাগা, ভালো বাসা, মন্দ লাগা সবকিছু নিউরন দ্বারা পরিচালিত হয়ে থাকে। সেই নিউরন থেকে নিউরোলজিস্টের শব্দের উৎপত্তি হয়েছে।

নিউরনের সমস্যার লক্ষণ

মস্তিষ্কের নানা ধরনের সমস্যাকে নিউরোলজিস্ট সমস্যা বলে ধরে নেওয়া হয়। আমাদের একটি অঙ্গের সাথে আরেকটি অঙ্গ নিউরন এর মাধ্যমে সংযুক্ত হয়ে থাকি। সেই অংশগুলোকে নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের একটি নির্দিষ্ট অংশ যে অংশটি কে নিউরন বলা হয়ে থাকে। এই অংশটি আমাদের মস্তিষ্কের মত ভাবে অবস্থিত তাই অত্যান্ত গুরুত্বপূর্ণ এই অংশটি চিকিৎসা করার জন্য খুব ভালো মানের বিশেষজ্ঞের প্রয়োজন হয়। তাইতো এই  আর্টিকেল এ আমরা কিছু সেরা নিউরোলজিস্ট বিশেষজ্ঞের ঠিকানা এবং ফোন নাম্বার আপনাদের সাথে শেয়ার করব।

নিউরন আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এর কারণ হলো নিউরোন আকবর অপচয় হয়ে গেলে পুরো শরীর কিংবা কোনো একটি অংশের কাজ নিউরন বন্ধ করে দিলে সেই অংশটি আমাদের শরীর থেকে আলাদা হয়ে যায়। আমাদের শরীরের যে অংশটি নিউরন কাজ করবে না সেই অংশটি অবশ্যই যাবে আর কাজ করবে না। নানা কারণে নিউরন ক্ষতিগ্রস্ত হতে পারে। নিউরনের যেকোনো সমস্যা সমাধান করার জন্য আমরা নিউরোলজিস্ট বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে থাকে। বাংলাদেশের সেরা নিউরোলজিস্ট ডাক্তার।

আপনি কি জানেন বাংলাদেশের সেরা নিউরোলজিস্ট ডাক্তার কোথায় বসে । অর্থাৎ বাংলাদেশের সবথেকে সেরা নিউরোলজিস্ট বিশেষজ্ঞের চেম্বার এবং বাংলাদেশের সেরা নিউরোলজিস্ট ডাক্তার অগ্রিম বুকিং ফোন নাম্বার? আপনি যদি বাংলাদেশের সেরা নিউরোলজিস্ট ডাক্তার  এর ঠিকানা ফোন নাম্বার না জেনে থাকেন তাহলে আমার এই আর্টিকেলটি থেকে সংগ্রহ করে নিতে পারেন ।

আমরা এই আর্টিকেলের বাংলাদেশের সেরা নিউরোলজিস্ট ডাক্তার ঢাকা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সেরা বিশেষজ্ঞসহ বাংলাদেশের অন্যান্য বিভাগীয় শহরের যে সকল সেরা ইউরোলজিস্ট বিশেষজ্ঞ নিয়মিতভাবে রোগী দেখেন তাদের ফোন নাম্বার এবং অগ্রিম বুকিং নাম্বার সহ ঠিকানা এই অনুষ্ঠানে তুলে ধরা হলো। আমাদের এই আর্টিকেলটি পড়ে আপনি খুব সহজে বাংলাদেশের সেরা নিউরোলজিস্ট  ডাক্তার দের তালিকা দেখে নিতে পারবেন।

মস্তিষ্কের কাজ কি

আমরা জানি মানবদেহের প্রত্যেকটি অংশ একটি আরেকটির সঙ্গে পারস্পরিক ভাবে জড়িয়ে আছে। যদি আমাদের শরীরের একটি অংশ সমস্যা দেখা দেয় তাহলে সেখান থেকে আমরা দেহের প্রতিটি অংশ ভালোলাগা খারাপ লাগার অনুভূতি বুঝতে পারি। মস্তিষ্কের মাঝের অংশে আমাদের নিউরন রয়েছে আর এই নিউরনকে দেহের প্রাণকেন্দ্র বলা হয়ে থাকে।

অধ্যাপক কাজী দীন মোহাম্মদ

  • এমবিবিএস, এফসিপিএস, নিউরোলজিস্ট( এমডি)
  • বাংলাদেশের সেরা নিউরোলজিস্ট ডাক্তার যদি বলতে হয়, সবার আগে যে নামটি সামনে আসে তা হলো অধ্যাপক কাজী দীন মোহাম্মদ । তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অধ্যাপক এবং সেইসাথে পরিচালক।
  • তিনি বর্তমানে রোগী দেখে: এ পি আর ছি এন্ড জেনারেল হাসপাতাল 135, নিউ ইস্কাটন রোড, ঢাকা, বাংলাদেশ। তিনি প্রতি( বৃহস্পতিবার, শুক্রবার, সরকারি ছুটির দিন ব্যতীত) রোগী দেখেন বিকাল 4 টা হতে রাত 8 টা।
  • সিরিয়াল দেওয়ার নাম্বার:8802933 9089,029342744.

 

অধ্যাপক ডাক্তার মনসুর হাবীব

  • এমবিবিএস, এফসিপিএস,( মেডিসিন) এমডি( নিউরোলজি), এমআরসিপি, এফআরসিপি।
  • বাংলাদেশের সেরা নিউরোলজিস্ট ডাক্তার তিনি বর্তমানে অধ্যাপক হিসেবে রয়েছেন ঢাকা মেডিকেল কলেজে। মাথা ব্যাথা, হেবি হেডেক, মাইগ্রেনের সমস্যা সংক্রান্ত চিকিৎসায় যেতে পারেন এই বিশেষজ্ঞের কাছে।
  • তিনি দেখেন: ল্যাব এইড কার্ডিয়াক হসপিটাল, হাউজ নাম্বার 1, রোড- 4 ধানমন্ডি ঢাকা। তিনি বিকেলবেলা রোগী দেখে থাকেন।
  • সিরিয়াল নাম্বার: 88 028610793,028618617,0296702103.

 

অধ্যাপক ডাক্তার মোঃ আব্দুল হাই

  • এমবিবিএস, এফসিপিএস,( মেডিসিন), পিএইচডি( ইন্ডিয়া), এফআরসিপি( এডিনবার্গ), হেলো( ইন্টারভেনশনাল নিউরোলজি)
  • বাংলাদেশের সেরা নিউরোলজিস্ট ডাক্তার তিনি স্যার সলিমুল্লাহ কলেজ এবং মিটফোর্ড হাসপাতালের অধ্যাপক। তিনিও বেশ বড় মাপের নিউরো মেডিসিন বিশেষজ্ঞ।
  • তিনি রোগী দেখেন: ইবনে সিনা  ট ডিসটিক এবং ইমেজিং সেন্টার, হাউস নাম্বার 48, রোড9/ এ, সাত মসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা 1209।
  •  সিরিয়াল নাম্বার:0291266256,0291288357,01717351631.

 

অধ্যাপক ডাক্তার এম এ মান্নান

  • এমবিবিএস, এফআরসিপি
  • তিনি নিউরোলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ছিলেন।
  •  তিনি  রোগী দেখেন: নিউরোলজি ফাউন্ডেশন হাসপাতাল3/1 লেক সার্কাস, কলাবাগান, ধাকা1205।
  • সিরিয়াল নাম্বার:028114846.

 

অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আমিরুল হক

  • এমবিবিএস, এফসিপিএস, এফআরসিপি( গ্লাসগো) এফএসিপি( ইউএসএ), ডিসিএন( লন্ডন)।
  • তিনি অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত রয়েছেন বারডেম হাসপাতালে।

 

 অধ্যাপক ডাক্তার আশরাফ আলী

  •  এমবিবিএস, এফসিপিএস মেডিসিন, এফ আর সি এস পি( এডিন)
  •  তিনি বর্তমানে সিনিয়র কনসালটেন্ট হিসেবে ল্যাবএইড হাসপাতালে কর্মরত রয়েছেন।
  • তিনি  রোগী দেখেন: হাউজ নাম্বার-৬ রোড নাম্বার-৮, ধানমন্ডি  ঢাকা ১২০৫।
  • সিরিয়াল দেওয়ার নাম্বার:029676356,0286207938।

ডাক্তার নির্মলেন্দু বিকাশ ভৌমিক

  • এমবিবিএস, এমডি নিউরোলজি
  • তিনি বারডেম হাসপাতালের নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।
  • তিনি  রোগী দেখেন: পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড, ধানমন্ডি ব্রাঞ্চ, হাউজ 11/ এ, রোড-ধানমন্ডি  আর/ এ  ঢাকা১২০৫বাংলাদেশ।
  • সিরিয়াল দেওয়ার নাম্বার : ০২৯৬৬৯৪৮০,০২৯৬৬১৪৯১৩.

 

অধ্যাপক ডাক্তার মেজর মাহবুবুর রহমান

  • এমবিবিএস, এফসিপিএস, এমডি( নিউরোলজি)
  • তিনি বর্তমানে বারডেম হাসপাতাল এবং ইব্রাহিম মেডিকেল কলেজের নিউরো বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।
  • তিনি  রোগী দেখেন: পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড, ধানমন্ডি ব্রাঞ্চ, হাউজ 11/ এ, রোড-ধানমন্ডি  আর/ এ  ঢাকা১২০৫।
  • সিরিয়াল নাম্বার: ০২৯৬৬৯৪৮০,০২৯৬৬১৪৯১৩.

 

ডক্টর আলিম আক্তার ভূঁইয়া

  • এমবিবিএস, ডিটিএম এন্ড এইচ( ইউকে), এমডি( ইউএসএ), পোস্ট ডক্টরাল ফেলোশিপ অ্যাপেলান্সি  এন্ড ক্লিনিক্যাল নিউরোলজি, ইউ এস বোর্ড সার্টিফাইড ইন নিউরোলজি।
  • তিনি বর্তমানে সহকারি অধ্যাপক হিসেবে বারডেম হাসপাতালে কর্মরত আছেন।
  • তিনি রোগী দেখেন:  অ্যাপোলো হসপিটাল, প্লোট ৪১, লোগ ইন, বসুন্ধরা এ/ আর  ঢাকা১২২৯।
  • সিরিয়াল নাম্বার:০২৮৪০১৬৬১,১০৬৭৮।

 

বাংলাদেশের সেরা নিউরোলজিস্ট মেডিসিন বিশেষজ্ঞ

মেডিসিন বিশেষজ্ঞ আমাদের মস্তিষ্কের বিভিন্ন রকমের সমস্যার কারণে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ এর প্রয়োজন হয়ে থাকে। আমরা মস্তিষ্কের সমস্যা এবং ভারসাম্যহীনতা এবং নানাবিধ সমস্যার কারণে আমরা এর চিকিৎসকের কাছে যায় তাদেরকে নিউরোলজিস্ট বলা হয়। আমাদের  দেহের প্রত্যেকটি অংশের আলাদা আলাদা ভাগে বিভক্ত।

আমাদের মস্তিষ্কের ব্রেনকে বলা হয় নিউরোলজি। আমাদের দেহের প্রত্যেকটি অংশ একটি আরেকটির সাথে সম্পর্কযুক্ত ।তাই এর জন্য বাংলাদেশের সেরা নিউরোলজিস্ট ডাক্তার রয়েছে ।আমরা অনেকেই জানিনা বাংলাদেশের নিউরো মেডিসিন বিশেষজ্ঞ সম্পর্কে আজকে আপনাদের সুবিধার কথা চিন্তা করে আপনাদের সঙ্গে বাংলাদেশের সেরা নিউরোলজিস্ট ডাক্তার নিয়ে আলোচনা করেছি উপরে।

পরিশেষে বলা যায় যে বাংলাদেশের সেরা নিউরোলজিস্ট ডাক্তার সম্পর্কে আপনারা যদি আরো কিছু জানতে চান তাহলে আপনারা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি আপনারা বাংলাদেশের সেরা নিউরোলজিস্ট ডাক্তার সম্পর্কে ভালোভাবে জানতে পারবেন যদি আপনারা আমাদের এই আর্টিকেলটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়েন।

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x