শীতের আগমনী বার্তা সম্পর্কে আজকের আলোচনা। আবারো শীত চলে আসছে। শীতকে কেন্দ্র করে আমরা বিভিন্ন ধরনের আয়োজন করে থাকি । কারো কারো কাছে এসে বেশ ভালো লাগে আবার কারো কারো কাছে এসে ভালো লাগেনা। শীতকে কেন্দ্র করে আমাদের শৈশবকাল এর বিভিন্ন ধরনের গল্প কাহিনী রয়েছে। আজকে আমরা শিখতে এর আগমনী বার্তা সম্পর্কে স্মৃতিচারণ করব অথবা শীতের আগমনী বার্তা সম্পর্কে কিছু বলার চেষ্টা করব। আজকে মূলত শীতের আগমনী বার্তা, আজকে মূলত শীতের আগমনী বার্তা কবিতা , শীতের আগমনী বার্তা উক্তি, শীতের আগমনী বার্তা ইন ইংলিশ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ।
শীতের আগমনী বার্তা । শীতের আগমনী বার্তা নিয়ে কবিতা
দেখতে দেখতে আবারো এ বছর শীত উঁকি মারছে। শীতকে উদযাপন করার জন্য আমরা বিভিন্ন ধরনের উপলক্ষ দেখতে পাচ্ছি। প্রকৃতি তার নিজস্ব ভঙ্গিতে শীতের আঙ্গিকে প্রকৃতিকে সাজানোর কাজে ব্যস্ত রয়েছে। আবহাওয়ার এই পরিবর্তনের ফলে প্রকৃতিতে দেখা যাচ্ছে নানা ধরনের পরিবর্তন। পায়ের নিচে দুবঘাসে কুয়াশার ফটোগুলো আলতো করে ভিজিয়ে দিচ্ছে পা। ধানের শীষের আগায় ঝুলে থাকা কুয়াশার ফোটা আমাদেরকে মুগ্ধ করছে । শীতের প্রকোপ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে শীতের পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকবে।
শীতের আগমনী বার্তা ২০২২
বিশেষ করে গ্রামাঞ্চলে গুলোতে শীতের প্রবণতা সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে। প্রতিবারের মতো এবারও উত্তরাঞ্চলে শীতের পরিমাণ বেশি। কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে চতুর্দিক। দৃষ্টি-সীমায় সংক্ষিপ্ত হয়ে আসছে। দৃষ্টিসীমা হরণ করার জন্যই মনে হয় কুয়াশার চাদর এর আয়োজন। কোথাও কোথাও কুয়াশার চাদর কে পেরিয়ে ভোরের সূর্য এর আগমন ঘটছে। লাল সূর্য কুয়াশাকে অতিক্রম করে আমাদের গায়ে সামান্য উষ্ণতার ছোঁয়া দিয়ে যাচ্ছে । যারা শহরে বসে আর্টিকেলটি পড়ছেন তাদেরকে বলবো যদি শীতের এই সৌন্দর্যটা উপলব্ধি করতে চান তাহলে আপনাকে গ্রামে যেতে হবে।
শীতের আগমনী বার্তা নিয়ে কবিতা
শীতের আগমনী বার্তা সম্পর্কে আলোচনা করছিলাম। শীতের আগমনী বার্তা কে কেন্দ্র করে বিভিন্ন ধরনের আয়োজন করা হয়। অনেক কবি সাহিত্যিক আবার শীতের আগমনী বার্তা সম্পর্কে কবিতা লিখে মনের আবেগ প্রকাশ করেন। আবার অনেকেই শীতের আগমনী বার্তা কবিতা পড়তে ভালোবাসেন। বাংলার কবিতা ব্লগ থেকে আমরা শীতের আগমনী বার্তা সম্পর্কে একটি কবিতা প্রকাশ করছি ।
শীত এলো বলে
– ফয়েজ উল্লাহ রবি
এক পসরা বৃষ্টির পানি ধুয়ে নিল মরুর বালি
বহে হিমেল হাওয়া, এই যেন শীতের আগমনী।
লাগছে খুব ঠান্ডা, গায়ের লোম গেল যে দাঁড়িয়ে
শীত আসছে তো আসছেই দেখ গরমকে তাঁড়িয়ে।
চারিদিকে কুয়াশা ঘিরে, আনন্দ এলো যেন ফিরে
তাজা সবজী কতো কি শীতের খাবার
শীত এলে মনে হয় অনেক আছে পাওয়া
ইচ্ছে হয় দেখতে শীতের সকাল, দেশে যাওয়া।
ঘাসের ডগায় শিশির বিন্দু চলি খালি পায়ে
ওহ! কি যে মজা, ভাবতে এতো ভাল লাগে
নদীর কল-কল ধ্বনি এখনও ডাকে আমারে
শীতের পিঠা, খেজুরের রস, গাঁয়ের বাঁকা মোড়ে।
উত্তরী হাওয়া কন কন শীত
গরীব কাঁদে, ভয়ে নড়ে যায় ভীত
কাঁথা বালিশ নেইতো কিছু সম্বল
খারাপ হয়ে গেছে গত বারের কম্বল।
ঘর নেই, নেই জায়গা, রাস্তার পাশেই থাকা
নয় অট্রালিকা, কুঁড়ে ঘর নয়তো পাকা,
শীত প্রিয় ঋতু তবু প্রিয়তে হয়না রাখা
গরীবের আহ্লাদ থাকতে নেই, জীবন শুধু ফাঁকা।
শীত এলে আমাদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায় যদিও গরীব দুঃখী মানুষের অনেক কষ্ট হয়। শীত কে কেন্দ্র করে নবান্ন উৎসব, খেজুর রস, পিঠা বানানোর উৎসব ইত্যাদি মিলিয়ে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। শীতকালে নতুন নতুন সবজি উৎপাদন হয় যা খেতে বেশ সুস্বাদু। অন্যজনের তুলনায় শীতকালের সবজি খেতে অসাধারণ তাইতো শীতকে আমরা এত ভালোবাসি। শীত আছে বলেই আমরা শীতকে বরণ করতে পারি।
শীতের আগমনী বার্তা উক্তি ১
হিম হিম বইছে মৃদ হাওয়া শীতের কি কাপন,
বছর ঘুরে আবার এলো শীতের আগমণ।
শীতের আগমনী বার্তা উক্তি ২
“চুপি চুপি কোথা থেকে এলো আজ শীত
গুণ গুণ পাখি গায় শীত শীত শীত”।
শীতের আগমনী বার্তা ৩
ছোট্ট পাখি বললো এসে আমার কানে কানে,
সূর্যি মামা উঠছে আবার নতুন কিছুর টানে,
সুখে থেকো ভালো থেকো রেখো ভালোবেসে,
মিষ্টি সকাল জানিয়ে দিলাম ছোট্ট এই এসএমএসে, শুভ শীতের সকাল।
অতিথির স্মৃতি উক্তি ৪
তুমি শিশির ভেজা গোলাপের পাপড়ি,
তুমি পাহাড়ের গায়ের ঝর্নার পানি,
তুমি বর্ষার এক পসলা ব্রিষ্টি,
তুমি সকালে উদিত সুর্যের আলো,
তুমি হলে বন্ধু আমার অনেক ভালো ‘শুভ কুয়াশা সকাল’
শীতের কোনো প্রাণোচ্ছল রূপমাধুরী নেই,
সে রিক্ত ,ধ্যানমগ্ন মহাতাপস।
শীতের আগমনী বার্তা উক্তি ৫
“গাছের পাতাগুলো সবার অগোচরে ডেকে নিয়ে আসে শীতকে
কিছুটা রুক্ষতা আর অনেকটা আলসেমি মাঝানো অনুভূতি নিয়ে”।
শীতের আগমনী বার্তা উক্তি ৬
“শীত কুয়াশার পথের ধারে শীতের পরেই বসন্ত
শীত আগমন বার্তা নিয়ে বঙ্গমাঝে হেমন্ত”।
শীতের আগমনী বার্তা উক্তি ৭
“শীত আসে হেলে পড়ে সূর্য রাতনদী গ্রাস করে দিন
থেমে যায় কোলাহল বন্ধ হয় চেতনা”।
শীতের আগমনী বার্তা আরো কিছু কথা
শীতকাল আমাদের বাংলাদেশের বাকি অন্য দেশগুলোর থেকে সম্পূর্ণ আলাদা। প্রতিবছরই ঋতুর পালাবদলে প্রকৃতি তার নিয়মমাফিক আমাদের সামনে হাজির হয় শীত কে সামনে রেখে। শীতকালে চারদিক হয়ে যায় রুক্ষ বাতাসে থাকে ঠান্ডার ছোঁয়া। জীবন হয়ে ওঠে কষ্ট হয় তবুও আমাদের বেশ ভালো লাগে।
শীতের আগমনী বার্তা উপসংহার
শীতের আগমনী বার্তা সম্পর্কে বলতে গেলে সাহিত্যের ভাষায় অনেক কিছু বলা যায়। কিন্তু বাস্তবতা হচ্ছে আসলে গরিব মানুষের অনেক কষ্ট হয়। যদিও পয়সাওয়ালাদের মাঝে মাঝে গরিব মানুষের মাঝে কিছু কম্বল বিতরণ করতে দেখা যায় যেগুলো দেখতে ভালই লাগে। তবে আমাদের প্রত্যাশা শীত এলে কেউ যেন কষ্ট না পায় । শীতের আগমনী বার্তা নিয়ে লেখা আর্টিকেল আজকে এখানেই শেষ করছি। উপরে শীতের আগমনী বার্তা সম্পর্কে কবিতা শীতের আগমনী বার্তা সম্পর্কে উক্তি বর্ণনা করা হয়েছে আশা করছি এগুলো যারা খুঁজতে এসেছেন তাদের কাজে লাগবে ।