নবীদের নামের তালিকা অর্থসহ
প্রিয় পাঠকবৃন্দ আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ এবং সুন্দর একটি আর্টিকেল। আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের আর্টিকেল এ বিষয়টি। আমরা আজকে আর্টিকেলে আলোচনা করব নবীদের নামের তালিকা অর্থসহ। আপনারা অনেক সময়ই নবীদের নামের তালিকা অর্থসহ বিষয়ে জানার জন্য অনলাইনে অনুসন্ধান করেন সুতরাং আমরা এখানে আপনাদের জন্য নবীদের নামের তালিকা অর্থসহ জানানোর করার চেষ্টা করব। তবে চলুন আর কথা না বাড়িয়ে জানা যাক আমাদের এই পৃথিবীতে কতজন নবী এসেছিলেন এবং নবীদের নামের তালিকা অর্থসহ।যেহেতু নবী-রাসূলগণ অনেক পূর্বে এসেছেন তাই বিভিন্ন উৎস থেকে যতটুকু জানি ততটুকু বলার জন্য চেষ্টা করব।
নবীদের নামের তালিকা অর্থসহ জানার জন্য আমাদের প্রথমেই বুঝতে হবে কাদেরকে নবী বলা হয় এবং কাদেরকে রাসুল বলা হয়।এছাড়া নবী এবং রাসূল দের মধ্যে আসলে কি পার্থক্য সে বিষয়টি আমাদের ভালো করে বুঝতে হবে। তাই শুরুতেই নবী এবং রাসূল দের সম্পর্কে অল্প করে জানানোর চেষ্টা করলাম।
যাদেরকে নবী বলা হত
আমরা সাধারণত নবী বলতে বুঝি যাদের ওপর আল্লাহ পাক কোন শরিয়াত নাযিল করেননি। এই কথার দ্বারা আমরা বুঝতে পারি যে একজন নবী হওয়ার আগে কিংবা পরে যেই শরিয়া গুলো প্রচলিত ছিল সেগুলো অনুযায়ী সাধারণ মানুষদের মধ্যে ইসলাম প্রচার করা। এবং সেই শরিয়া মুতাবিক ইসলামকে বাস্তবায়ন করা। দ্বীনের পথে চালানো করা। আমরা যদি এক কথায় বলতে চাই যে কাদের নবী বলা হয়, তাদের ক্ষেত্রে একটি কথায় প্রযোজ্য যে আল্লাহ পাকের তরফ থেকে যাদের উপর কোন শরিয়াত নাজিল হয়নি তাদেরকেই নবী বলা হয়।
যাদেরকে রাসুল বলা হত
রাসুল বলতে আমরা বুঝি যাদের ওপর মহান আল্লাহতায়ালা নতুন কোন শরিয়াত নাযিল করেছেন। এবং সেই শরীয়ত মুতাবিক সকল বিধান পৃথিবীর মানুষের মাঝে বাস্তবায়নের জন্য হুকুম করেছেন তাদেরকে আমরা রাসুল বলতে পারি। তাই বোঝা গেল যে প্রত্যেক রাসূলই নবী ছিলেন কিন্তু নবী-রাসূল ছিল না।আশা করি আমরা সকলে বুঝতে পেরেছি নবী কাদেরকে বলা হয় এবং রাসূল কাদেরকে বলা হয়।
নবী-রাসূলগণের সম্পর্কে কুরআনে বর্ণিত আছে যা
আমাদের পবিত্র কুরআনে সর্বমোট 26 জন নবীর নাম উল্লেখ করা হয়েছে। আমরা আজকে এই নবীদের নামের তালিকা অর্থসহ জানব। যুগে যুগে মহান আল্লাহ তা’আলা মানব জাতির কল্যাণের জন্য অনেক নবী ও রাসূল প্রেরণ করেছেন। কি পরিমাণের নবী-রাসূল এ পৃথিবীতে পাঠিয়েছেন তা শুধুমাত্র মহান আল্লাহতালা ভালো ভাবে জানেন। মহান আল্লাহ তা’আলা কুরআনে বলেছেন,
অবশ্যই আমি তোমাদের নিকট রাসূলগনকে প্রেরণ করেছি তাদের মধ্যে অনেকের সম্বন্ধে আমি তোমাদেরকে অবগত করেছি এবং আরো অনেকের সম্বন্ধে উল্লেখ করি নাই।
আল্লাহ তাআলা পবিত্র কোরআনের বর্ণনায় অধিকাংশই নাম গুলি বর্ণনা করেননি। হাদিসে হযরত মুহাম্মদ সাল্লাহু ওয়াসালাম বলেছেন এই দুনিয়াতে আল্লাহ তাআলা অনেক নবী-রাসূল প্রেরণ করেছেন। এবং তা প্রায় এক লক্ষ 24 হাজার জন হবে। এক লক্ষ 24 হাজার নবী রাসুলের মধ্যে 313 জন ছিল রাসুল। আর বাকি সবাই ছিলেন নবী। তবে সঠিকভাবে শুধু আল্লাহ তালাই জানেন।
মানুষ যখন আল্লাহর পথ থেকে চলে যায় আল্লাহতালা তখন তাদের হেদায়েতের পথে ডাকার জন্য বিভিন্ন নবী ও রাসুল পাঠিয়েছেন। পৃথিবীতে আসা প্রত্যেকটা জাতির জন্য আল্লাহতালা নতুন নতুন নবী-রাসূল প্রেরণ করেছেন। এই বিষয়ে আমাদের অবগত করার জন্য আল্লাহ তা’আলা পবিত্র কুরআনে উল্লেখ করেছেন যে,
এবং আমি নিশ্চয়ই প্রত্যেক জাতির কাছে রসূল প্রেরণ করেছি।
আমার মতে প্রত্যেকটা মুসলমানের উচিত তার জীবনকাল অন্তত একবার কোরআনে উল্লেখিত নবী রাসূলদের নামগুলো পড়া। সেই পরিপ্রেক্ষিতেই আজকের আর্টিকেলে নবীদের নামের তালিকা অর্থসহ নিয়ে আলোচনা করব।
নবীদের নামের তালিকা অর্থসহ
আমাদের আজকের আর্টিকেলের বিষয়টি ছিল নবীদের নামের তালিকা অর্থসহ যা নিচে আলোচনা করা হলো।
- মুহাম্মদ নামের অর্থ হল প্রশংসিত এবং এই নামটি নবী ও রাসূলগণের নাম এর অন্তর্ভুক্ত।
- আহমাদ নামের অর্থ হলো অধিক প্রশংসাকারী যা রাসূল সাল্লাহু সাল্লাম এর একটি নাম।
- নুহ নামের অর্থ হলো বিশ্রাম থেকে মুক্তি এবং এই নামটি নবী ও রাসূলগণের নাম এর অন্তর্ভুক্ত।
- ইব্রাহিম নামের অর্থ হলো অন্তরঙ্গ বন্ধু এবং এই নামটি নবী ও রাসূলগণের নাম এর অন্তর্ভুক্ত।
- মুসা নামের অর্থ হলো সংরক্ষিত, রক্ষা কর্তা, এবং এই নামটি নবী ও রাসূলগণের নাম এর অন্তর্ভুক্ত।
- ইশা নামের অর্থ হলো পবিত্র, আন্তরিক, বিশ্ব জ্ঞানী,এবং এই নামটি নবী ও রাসূলগণের নাম এর অন্তর্ভুক্ত।
- হুদ নামের অর্থ হলো পথ-প্রদর্শন, নেতৃত্ব, পথ নির্দেশ,এবং এই নামটি নবী ও রাসূলগণের নাম এর অন্তর্ভুক্ত।
- সালেহ নামের অর্থ হলো ধার্মিক, ন্যায়নিষ্ঠ, ধর্মনিষ্ঠ, অটুট, ভালো,এবং এই নামটি নবী ও রাসূলগণের নাম এর অন্তর্ভুক্ত।
- শুয়াইব নামের অর্থ হলো আল্লাহতালার অনুগ্রহ প্রাপ্ত এবং এই নামটি নবী ও রাসূলগণের নাম এর অন্তর্ভুক্ত।
- দাউদ নামের অর্থ হলো প্রিয় বন্ধু, আল্লাহর বন্ধু,এবং এই নামটি নবী ও রাসূলগণের নাম এর অন্তর্ভুক্ত।
- ইউনুস নামের অর্থ হলো আরবি, সান্তনা, হিব্রু, জোসনা, প্রভুর উপহার, এবং এই নামটি নবী ও রাসূলগণের নাম এর অন্তর্ভুক্ত।
- ইয়াকুব নামের অর্থ হলো দোয়েল পাখি, স্থলাভিষিক্ত, এবং এই নামটি নবী ও রাসূলগণের নাম এর অন্তর্ভুক্ত।
- ইউসুফ নামের অর্থ হলোআল্লাহ বৃদ্ধির দান নবী, এবং এই নামটি নবী ও রাসূলগণের নাম এর অন্তর্ভুক্ত।
- ইসহাক নামের অর্থ হলো হাস্যময়ী একজন নবী, এবং এই নামটি নবী ও রাসূলগণের নাম এর অন্তর্ভুক্ত।
- আইউব নামের অর্থ হলো অন্তর্মুখী, অভিমুখী, প্রত্যাবর্তনকারী নবী, এবং এই নামটি নবী ও রাসূলগণের নাম এর অন্তর্ভুক্ত।
- জাকারিয়া নামের অর্থ হলো স্মরণকারী এবং এই নামটি নবী ও রাসূলগণের নাম এর অন্তর্ভুক্ত।
- লুত নামের অর্থ হলো সংজ্ঞা ভাগ্যবান এবং এই নামটি নবী ও রাসূলগণের নাম এর অন্তর্ভুক্ত।
- হারুন নামের অর্থ হলো পর্বত, এবং এই নামটি পাহাড় নবী ও রাসূলগণের নাম এর অন্তর্ভুক্ত।
- ইসমাইল নামের অর্থ হলো ভাগ্যবান, মনোযোগী, উদার, সক্রিয়, উপযুক্ত, আধুনিক, আনন্দদায়ক, অস্থির, গুরুত্ব, স্বাভাবিক, বন্ধুত্বপূর্ণ এবং এই নামটি নবী ও রাসূলগণের নাম এর অন্তর্ভুক্ত।
- আদম নামের অর্থ হলো মাটির মানুষ, প্রথম মানুষ, মাটির সৃষ্টি এবং এই নামটি নবী ও রাসূলগণের নাম এর অন্তর্ভুক্ত।
- ইদ্রিস আলাইহিস সালাম জ্যোতি বিজ্ঞানের উদ্ভব ও শিক্ষাবিদ।
- আল-ইয়াসা বনি ইসরাইলের একজন নবী।
- ওযায়ের আলাইহিস সালাম ইহুদিরা তাকে আল্লাহর পুত্র বলতো।
- ইউশা মুসা আলাই সালাম এর বিশিষ্ট সহচর।
- যুলকিফল পবিত্র কুরআনের সূরার নাম এসেছে।
- খিজির যার সম্পর্কে মতভেদ আছে অনেকেই তাঁকে নবী বলেন।অনেকেই আবার বলেন যে তিনি একজন নেককার বান্দা ছিলেন।
- জারজিস মুজাহিদ ও বনি ইসরাইলের একজন নবী ছিলেন।
নবী-রাসূলরা ছিলেন আল্লাহর মনোনীত এবং এই দুনিয়ার জন্য রহমত স্বরূপ। তাই আমাদের প্রত্যেকের নবী রাসুলদের জীবনী সম্পর্কে জানা উচিত এবং তাদের জীবনধারা আমাদের জীবনে প্রয়োগ করা উচিত। তবেই সমাজে শান্তি-শৃঙ্খলা বৃদ্ধি পাবে এবং আমরা দুনিয়া ও আখেরাতে সফলতা লাভ করব।
আজকের আর্টিকেল এর বিষয় ছিল নবীদের নামের তালিকা অর্থসহ। এখানে যে সকল নবী রাসূলদের নাম সচরাচর জানা যায় সেই সকল নবী রাসুলদের নামের তালিকা অর্থসহ দেয়া হয়েছে। তবে যেহেতু পৃথিবীতে অনেক নবী-রাসূল এসেছেন যাদের সম্পর্কে আমরা তেমন কিছুই জানি না তাদের নাম এখানে দেওয়া সম্ভব হলো না। যারা নবী-রাসূলদের সম্পর্কে বিস্তারিত জানতে চান তারা বিভিন্ন ইসলামিক বিষয় বই কিনে পড়তে পারেন। এবং বইগুলো কিনার ক্ষেত্রে অবশ্যই সচেতন থাকবেন আপনি কোন লেখকের এর বই কিনছেন।