আসসালামু আলাইকুম প্রিয় পাঠক, আশা করছি আপনারা অনেক ভালো আছেন।আমাদের এই পোস্টে আপনাদের স্বাগতম। আপনারা নতুন বছরকে ঘিরে অনেক কিছু পরিকল্পনা করে থাকেন। পরিকল্পনাটি সম্পূর্ণ করার জন্য কিছু উক্তি প্রয়োজন হয়। যেমন শুধু ভাত খাওয়া যায় না, যেমন ভাতের সাথে একটি তরকারি অথবা ভাজি প্রয়োজন হয়।
ঠিক তেমনি নতুন বছরকে ঘিরে যদি কোনোকিছু করতে চান তাহলে কোনো না কোনো শুভেচ্ছা বার্তা বা স্ট্যাটাস এর সাথে যোগ করলে দেখতে অনেক সুন্দর লাগবে। তাই আজকে এই পোস্টটিতে আমরা আপনাদেরকে নতুন বছরের শুভেচ্ছা ও স্ট্যাটাস গুলো সুন্দর করে তুলে ধরতে এসেছি। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক নতুন বছরের শুভেচ্ছা 2024। আশা করি আমাদের এই পোস্টটি আপনাদের অনেক ভালো লাগবে।
নতুন বছরের শুভেচ্ছা | Happy New Year Status 2024
নতুন বছরের পুরনো প্রেমের নতুন করে ডুবি- নতুন বছরে তোকে আবার নতুন করে খুজি।
মিষ্টি হাসি দুষ্টু চোখ, সবার স্বপ্ন সত্যি হোক, সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা।
সূর্য বিলিয়ে যাই আলো, তুমি সবসময় থেকো ভালো। চাঁদ ছড়ায় জ্যোৎস্নার আলো, তোমার প্রতি রইল শুভকামনা।।
ও প্রিয়! বছরের শুরুর দিন নয়, বছরের প্রত্যেকটা দিন যেন তোমার সুখে কাটে।
পুরনো সব কষ্ট করে ফেলো নষ্ট, নতুন বছরের নতুন যাত্রা হয় যেন সুখ আর সমৃদ্ধময়, এই কামনা শুধু তোমাকেই জানাই।।
মনে আসুক বসন্ত, সুখ হোক অনন্ত, স্বপ্ন হোক জীবন্ত- নতুন বছরের আনন্দ, হোক তোমার অফুরন্ত এই কামনা করি।
ফুল ফুটেছে বনে বনে, ভাবছি তোমায় মনে মনে, বলছি তোমার কানে কানে,…, নতুন বছরের শুভেচ্ছা 2024।
দুঃখগুলো ঝেড়ে ফেলুন নতুন বছরের জন্য নতুন কিছু স্বপ্ন গরুন।
নতুন সকাল নতুন দিন নতুন বছরের সালামি নিন।
পাখির ডানায় লিখে দিলাম নতুন বছরের শুভেচ্ছা 2024 এর নাম, বন্ধু তুমি উড়ে দেখো পাবে সুখের ঘ্রাণ ।
আজ দেখবে নতুন স্বপ্ন, ভুলে যাও সব পুরনো কষ্ট- আজ করো নতুন সব কল্পনা, ভুলে যাও সব পুরনো যন্ত্রনা।
কল্পনা সাজাও রঙের মেলায়, জীবন ভাষা ও রঙিন ভেলায়, ফিরে চল মাটির টানে নিত্য সুরে, নিত্য গান।এই ছিল নতুন বছরের শুভেচ্ছা 2024।
কল্পনা সাজাও রঙের মেলায়, জীবন ভাষা ও রঙিন ভেলায়, ফিরে চল মাটির টানে নিত্য সুরে, নিত্য গান।এই ছিল নতুন বছরের শুভেচ্ছা 2024।
নতুন বছরের শুভেচ্ছা বার্তা | Happy New Year Status 2024
নতুন বছর আসুক নিয়ে নতুন নতুন আশা, পৃথিবীতে ছড়িয়ে দিয়ে শুধুই ভালবাসা- হানাহানি ভেদাভেদ সবকিছু ভুলে, এসো সবাই মিলে মিশে সৎ পথে চলি।
কথার শেষে নতুন বেশে আসছে কোন ভেলা আনন্দ ভেসে- নতুন ছোঁয়া আসছে প্রকৃতির মাঝে তাই মন সেজেছে রঙিন বেশি….., শুভ হোক নতুন বছর।
নতুন বছরের শুভেচ্ছা 2024 নব রূপ রাঙিয়ে দিক প্রতিটা মুহূর্ত। সুন্দর সমৃদ্ধ হোক আগামীর দিনগুলো।
একটি নতুন বছর একটি খালি খাতার মত এবং তার কলমটি আপনার হাতে নিজের জন্য একটি সুন্দর গল্প লিখতে শুরু করুন।
নতুন পোশাক নতুন সাজ, নতুন বছর শুরু আজ- মিষ্টি মন মিষ্টি হাসি, শুভেচ্ছা জানাই রাশি রাশি।
নতুন আশা নতুন প্রাণ, নতুন সুরে নতুন গান, নতুন জীবনের নতুন আলো, নতুন বছর কাটুক ভালো।
চিরকুটে লিখে দিলাম নতুন বছরের শুভেচ্ছা 2024 এর নাম- বন্ধু তুমি গ্রহণ করো তোমার প্রতি আমার টান।
সুখের স্মৃতি রেখো মনে, দুঃখের স্মৃতি যেও ভুলে- মিশে থেকো আপনজনে, মান অভিমান সব ভুলে।
নতুন বছরের স্ট্যাটাস | Happy New Year Status 2024
বাউল গানের তালে তালে নতুন বছরে এসেছে ঘুরে, উদাসী হাওয়ার সুরে সুরে রাঙ্গামাটির পথ জুড়ে।
বাউল গানের তালে তালে নতুন বছরে এসেছে ঘুরে, উদাসী হাওয়ার সুরে সুরে রাঙ্গামাটির পথ জুড়ে।
নতুন আলো নতুন ভোর, আসছে বছর কাটলো প্রহর- অতীতের হলো মরণ, নতুনকে চলো করি বরণ।
পুরনো যত হতাশা দুঃখ অবসাদ নতুন বছর সে গুলোকে ধুলিস্যাৎ। সুখ আনন্দে মুছে যাক সকল যাতনা।
জেগে উঠুক সবার মনের নতুন স্বপ্ন, দূর করে সকল দুঃখ- নতুনকে বরণ করো, সকল ইচ্ছা পূরণ করো।
কাটবে রাত আসবে প্রভাত, যাক মুছে যাক পুরাতন সব দুঃখ- নতুন বছর নতুন আশা, সঙ্গে থাকুক ভালোবাসা।
আগের সব কষ্ট করে ফেলো নষ্ট, নতুনদিনের সবার প্রাণে কেউ রেখোনা দুঃখ মনে, শুভ হোক নতুন দিন খুশি যেন না হয় বিলীন নতুন বছরের শুভেচ্ছা 2024।
স্বপ্ন সাজাই রঙের মেলায়, জীবন ভাষাও রঙিন ভেলায়- ফিরে চল মাটির টানে নতুন সুরে নতুন গান।
মনে আসুক বসন্ত, সুখ হোক অনন্ত, স্বপ্ন হোক জীবন্ত, আর নতুন বছরের আনন্দ হোক অফুরন্ত।
নতুন বছরের নতুন হাওয়া উষ্ণতা দিল প্রাণে, মনের সব গ্লানি ভুলে জীবন গড়ো নতুনভাবে।
এমন করে বলিস না তোরা, আসিস আমার বাড়ি! সবাই মিলে একসাথে 2022 দেব পাড়ি। নতুন বছরের শুভেচ্ছা 2024।
যেটুকু ভুল ছিল শুধরে নিব, না পাওয়ার কষ্ট টুকু ভুলে যাব, সবারে বাসবো ভালো, এ প্রত্যয় শুরু হোক নতুন বছর।
সবার সামনের বছর গুলো ভালো কাটুক সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা 2024 ।
মিষ্টি হাসি দুষ্টু চোখ, তোমার স্বপ্ন পূরণ হোক।
দুঃখগুলো ঝেড়ে ফেলো, নতুন কিছু স্বপ্ন গর, নতুন বছর নতুন আশা, বন্ধু তোমার জন্য ভালোবাসা
পুরনো বছরটা যত খারাপ হোক না কেন? নতুন বছর টা তোমার কাটুক অনেক অনেক কল্যাণ এর মধ্যে দিয়ে শুভ হোক তোমার নতুন বছর।
নতুন বছর সবার জীবনের একটি আনন্দময় দিন। বাংলার পথে প্রান্তে উদযাপিত হয় এই দিন। ছোট-বড় ধনী-গরিব সবাই যে যার সাধ্যমতো উদযাপন করে এই দিনটি। সব ধর্ম-বর্ণের মানুষ এই দিনটি পালন কর
নতুন বছরের কবিতা
নতুন বছরের শুভেচ্ছা 2024 বার্তা পৌঁছানোর জন্য কবিতা ব্যবহার করতে পারেন। কবিতার ছন্দের মাধ্যমে সবাইকে সুন্দর দিন কাটানোর জন্য উৎসাহিত করতে পারেন। আমরা নতুন বছরের শুভেচ্ছা 2024 জানানোর জন্য কিছু কবিতা সাজেস্ট করেছি। চলুন দেখে নেই সেই কবিতা গুলো পড়তে কেমন:
নিউ ইয়ার দিচ্ছে ওকি,
আর মাত্র কিছুক্ষণ বাকি,
গাছে গাছে উড়ছে পাখি,
বন্ধু তোমায় বলে রাখি,
নতুন বছরের শুভেচ্ছা 2024
নতুন পোশাক নতুন সাজ
নতুন বছর শুরু আজ
মিষ্টি মন মিষ্টি হাসি
শুভেচ্ছা জানাই রাশি রাশি
নতুন বছরের শুভেচ্ছা 2024
দিনগুলো যেমনই হোক, ঠিক যায় কেটে
তবে বল লাভ কি, পুরনো স্মৃতি গেঁথে
এ বছরের পূরণ হোক তোমার সকল আশা
নতুন বছরে তোমার জন্য এটাই প্রত্যাশা
নতুন বছরের শুভেচ্ছা 2024
দিনগুলো যেমনই হোক, ঠিক যায় কেটে
তবে বল লাভ কি, পুরনো স্মৃতি গেঁথে
এ বছরের পূরণ হোক তোমার সকল আশা
নতুন বছরে তোমার জন্য এটাই প্রত্যাশা
নতুন বছরের শুভেচ্ছা 2024
অনেক তো হলো জীবন নিয়ে টানাটানি
সুখ আসুক এবার একটু খানি
দুঃখ বিবাদ ভুলিয়ে দিয়ে
ফুটুক হাসি সকলকে সাথে নিয়ে
চাইনা এমন বাঁচতে ভয়
চাইনা এমন বন্দি হয়ে
চাই যে শুধু খোলা আকাশে
সবুজ মাঠ আর মিঠে বাতাস
নতুন বছর নতুন আশা
লাগুক প্রাণে নতুন ভাষা
আদরা মনের ইচ্ছে যত
পূর্ণতা পাক যে যার মনের মত।
দিনগুলো যেমনই হোক, ঠিক যায় কেটে
তবে বল লাভ কি, পুরনো স্মৃতি গেঁথে
এ বছরের পূরণ হোক তোমার সকল আশা
নতুন বছরে তোমার জন্য এটাই প্রত্যাশা
নতুন বছরের শুভেচ্ছা 2024
পঞ্জিকার পাতা উল্টে আজ বছরের শেষ
হয়তো কখনো কেটেছে মন্দ, কখনো কেটেছে বেশ।
রাত শেষে কাল নতুন, নতুন সূর্যের আলো
বরণ করি নতুন বছর, মন লাগে তাই ভালো
নতুন বছরের হাতছানিতে দিচ্ছে মনে যে দোলা
ভুলে যাবো আজ বিগত দিনের বেদনা যতো ভোলা
আবার নতুন স্বপ্ন, নতুন দিনের লাগি
সুখ পাখি মোর আয় যেন ঘরে, দিতে নাহি পারি ফাঁকি
আবার নতুন কবিতা, নতুন রবি
ভালো যেন সব সাথীরা থাকে,
কামনা করি আমি এই কবি
আস যত বন্ধু আমার, ডেকো বলি মাই ডিয়ার!
শুভেচ্ছা জানাই প্রাণখুলে আর বলি হ্যাপি নিউ ইয়ার
নতুন বছরের শুভেচ্ছা 2024 সম্পর্কে আজকের এই আর্টিকেলটি আমরা এখানেই শেষ করছি। আশা করছি আপনি সম্পূর্ণ আর্টিকেলটি খুব মনোযোগ সহকারে পড়বেন এবং উপভোগ করেছেন। প্রিয়জনদের কে বিভিন্ন নতুন বছরের শুভেচ্ছা 2024 সম্পর্কিত মেসেজ কিংবা ছবি পাঠিয়ে উইশ করার মাধ্যমে অন্যরকম একটা আনন্দ রয়েছে। যাই হোক নতুন বছর সম্পর্কে যদি আপনাদের আর কোন কিছু জানার থাকে তাহলে এখনি কমেন্ট বক্স এ গিয়ে তা আমাদের জানিয়ে দিন। এ সম্পর্কে আমরা আপনাদের আরো অনেক ধারণা দিতে পারব।